ঘুমহীন রাতের শুরু! প্রিয়াঙ্কা চোপড়াকে সতর্ক করলেন অনুষ্কা

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরে খুশির রোশনাই প্রিয়াঙ্কা চোপড়া (priyanka chopra) ও নিক জোনাসের (nick jonas) পরিবারে। প্রথম সন্তান এসেছে অভিনেত্রীর কোলে। দুই থেকে তিন হয়ে সংসারটা এখন পরিপূর্ণ। সন্তান জন্মের দিনই সুখবর জানিয়ে সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ কুড়িয়েছিলেন পিগি চপস। এবার শুভেচ্ছা জানালেন প্রিয় বান্ধবী অনুষ্কা শর্মা (anushka sharma)।

এক বছর আগে মা হয়েছেন বিরাট ঘরণী। জানুয়ারির শুরুতেই তাঁর কোল আলো করে এসেছে ভামিকা। অভিভাবকত্ব চেটেপুটে উপভোগ করছেন বিরুষ্কা জুটি। নতুন মা প্রিয়াঙ্কাকেও শুভ কামনা জানিয়েছেন অনুষ্কা, তবে একটু অন‍্য রকম ভাবে। অভিনেত্রী লিখেছেন, ‘শুভেচ্ছা প্রিয়াঙ্কা ও নিক। নিদ্রাহীন রাত আর অতুলনীয় আনন্দ ও ভালবাসার জন‍্য প্রস্তুত হয়ে যাও। খুদের জন‍্য অনেক ভালবাসা।’

anushka sharma talks about not engaging kid in social media main
গত ২২ জানুয়ারি মধ‍্যরাতে সোশ‍্যাল মিডিয়ায় মা হওয়ার খবর জানান প্রিয়াঙ্কা। বেশ কয়েক মাস ধরেই লস এঞ্জেলসের বিলাসবহুল বাংলোটি শিশুর জন‍্য উপযোগী করে তুলতে ব‍্যস্ত ছিলেন নিকিয়াঙ্কা জুটি। নতুন ভাবে বাড়িটিকে সাজিয়ে তুলেছেন তাঁরা।

সূত্রের খবর, যখন বাড়িটি কিনেছিলেন তখন ভবিষ‍্যতের কথা চিন্তা ভাবনা করেই কিনেছিলেন নিক প্রিয়াঙ্কা। যাতে বাড়িতে বাগান, সবুজের সমারোহ যাতে বেশি থাকে সে সব দিক দেখেই বাড়িটি কিনেছিলেন তাঁরা।

Priyanka Chopra Grammys 2020 Dress Promo
আগামীতে ‘জি লে জারা’ ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। কিন্তু গুঞ্জন উঠেছিল যে সদ‍্য সদ‍্য মা হয়ে প্রিয়াঙ্কা সম্ভবত অভিনয় থেকে বিরতি নেবেন। ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জারা’ থেকে নাম সরিয়ে নেবেন তিনি। কিন্তু বাস্তবে জানা গেল অন‍্য কিছু। ছবি ছাড়ছেন না অভিনেত্রী। সন্তান সামলেই অভিনয় করবেন তিনি।

প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ‍্যমকে জানান, তাঁর ছবি ছেড়ে যাওয়ার খবর ভিত্তিহীন গুজব বই কিছু না। গত বছর ‘জি লে জারা’র ঘোষনা করেছিলেন প্রিয়াঙ্কা। সম্ভবত চলতি বছরেই শুরু হতে পারে ছবির শুটিং। প্রিয়াঙ্কা ছাড়াও ছবিতে দেখা যাবে আলিয়া ভাট ও ক‍্যাটরিনা কাইফকে। অন‍্যদিকে ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ দিয়ে অভিনয়ে ফিরছেন অনুষ্কাও।

Niranjana Nag

সম্পর্কিত খবর