কোহলির শতরান হাতছাড়া হতেই মুখ খুললেন অনুষ্কা! সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা

বাংলা হান্ট ডেস্ক : বলিউড (Bollywood) আর ক্রিকেট (Cricket) দুনিয়ার সম্পর্ক বহু পুরনো। বি টাউনের বহু অভিনেত্রীই খেলোয়াড়দের ঘরনী হয়েছেন। এইসব জুটিদের নিয়ে নেটমাধ্যমে চর্চাও হয় ভালোই। বিশেষ করে অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) জুটির চর্চা তো হামেশাই হয়ে থাকে। হালফিলের বিশ্বকাপ (World Cup) ম্যাচে স্বামীর মনোবল বাড়াতে উপস্থিত থাকছেন এই বলি সুন্দরী।

গ্যালারিতে বসে জানান দেন যে, তিনি আছেন বিরাটের জন্য। এই যেমন নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটুর জন্য শতরান হাতছাড়া করেছেন বিরাট কোহলি। ৯৫ রানের মাথায় ছক্কা মারতে গিয়ে আউট হয়ে ক্রিজে ফিরে এসেছেন তিনি। আর তাতেই মন খারাপ কিং কোহলির ভক্তদের। তবে অনুষ্কার কী মত?

মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি না হওয়ায় মন খারাপ যে নয় তেমনটা নয়। তবে সেই মন খারাপকে প্রশ্রয় দিতে নারাজ অনুষ্কা। বরং তিনি চার শব্দে জানিয়ে দিয়েছেন যে, তিনি বিরাটের জন্য গর্বিত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছেন, স্বামীর জন্য তিনি ঠিক কতটা গর্বিত।

আরও পড়ুন : আবার বিয়ে! লাল বেনারসীতে শ্রাবন্তীর ছবি ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া

3807856 77409048 2560 1440

এইদিন বিরাটের আউট হওয়ার ভিডিও পোস্ট করে অনুষ্কা লেখেন, ‘‘অলওয়েজ় প্রাউড অফ ইউ।’’ অর্থাৎ, ‘‘সব সময় তোমার জন্য গর্ব হয়।’’ অনুষ্কা বোঝাতে চেয়েছেন, শতরান হাতছাড়া হলেও বিরাট যে ইনিংস খেলেছেন তা অনবদ্য। আর একথা অস্বীকার করার জায়গা নেই যে, ধর্মশালায় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে একা হাতে দলকে জয়ে নিয়ে গিয়েছেন বিরাট।

1698042514 new project 2023 10 23t115730 189

একটার পর একটা উইকেট হারিয়ে ভারত যখন রীতিমত চাপের মুখে তখন বিরাট একা হাতে দলকে টেনে তোলেন। তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় ব্যাট ধরেন। অহেতুক ঝুঁকি না নিয়ে প্রথমে শ্রেয়স আয়ার ও তার পর রবীন্দ্র জাদেজার সঙ্গে গড়ে তোলেন জুটি। ধীরস্থির ভাবে খেলেই ৯৫ রান তোলেন কিং কোহলি। শতরান করার সুযোগও ছিল, সেই কারণেই ছক্কা মারতে চেয়েছিলেন। তবে সেটা না হয়ে আউট হয়ে যান বিরাট।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর