মম টু বি, ফুরফুরে মেজাজে সানবাথ নিচ্ছেন অনুষ্কা, ভাইরাল একগুচ্ছ ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সামনের বছরেই নতুন সদস‍্য আসতে চলেছে অনুষ্কা শর্মা (anushka sharma) ও বিরাট কোহলির (virat kohli) পরিবারে। ইতিমধ‍্যে নিজেরাই সেই সুসংবাদ জানিয়েছেন সকলকে। বিয়ের দু বছর পর অবশেষে এমন একটা খুশির খবরে প্রতীক্ষার অবসান হয়েছে ‘বিরুষ্কা’ অনুরাগীদের। শুভেচ্ছা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা এই নব দম্পতিকে।

আপাতত হাতে কোনও ছবি নেই অনুষ্কার। তাই সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। চুটিয়ে উপভোগ করছেন প্রেগনেন্সির সময়টা। নিজের যত্ন নিচ্ছেন এবং সেই সঙ্গে ছবি শেয়ার করছেন অসংখ‍্য অনুরাগীদের সঙ্গে।

তেমনই একটি ছবি নিজের সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুষ্কা। হালকা গোলাপি সাদা ক‍্যাজুয়াল পোশাকে ক‍্যামেরাবন্দি হয়েছেন অনুষ্কা। পোশাকের উপর দিয়ে স্পষ্ট হয়েছে তাঁর বেবি বাম্প। ফুরফুরে মেজাজে সানবাথ নিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

এই মুহূর্তে স্বামী বিরাটের সঙ্গে দুবাইতে রয়েছেন অনুষ্কা। গতকালই সুইমিং পুলে স্ত্রীর সঙ্গে একান্ত মুহূর্তের একটি ছবি শেয়ার করেছিলেন বিরাট। চলতি আইপিএল ম‍্যাচে স্বামীর উৎসাহ বাড়াতে মাঠে উপস্থিত হতেও দেখা গিয়েছে অনুষ্কাকে।

https://www.instagram.com/p/CGg3Dg1Fshq/?igshid=1joewz0nwmj7s

 

এর আগেও বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। খোলা চুল, অফ শোল্ডার কালো সুইমসুটে সুইমিং পুলের জলে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন বিরাট পত্নি। উপচে পড়ছিল তাঁর প্রেগনেন্সি গ্লো। সুইমসুটের উপর দিয়ে স্পষ্ট বেবি বাম্প। বিশ্ব কৃতজ্ঞতা দিবস উপলক্ষে এই ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।

ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই বাঁধ ভাঙে অনুরাগীদের কমেন্টে। সকলেই প্রশংসা করেন, ভালবাসা জানান অনুষ্কাকে।

https://www.instagram.com/p/CGfSWf2l_rs/?igshid=oa9q4qfmlm46

তর আগেও বেবি বাম্প নিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন অনুষ্কা। সাদা টপ ও ধূসর স্কার্টে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন তিনি। বেবি বাম্পের উপর হাত দিয়ে হাসিমুখে ক‍্যামেরাবন্দি হন তিনি। ক‍্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘নিজের মধ‍্যে একটা প্রাণের অস্তিত্ব অনুভব করার থেকে বেশি আনন্দের আর কিই বা আছে?’ ছবিতে কমেন্ট করেছিলেন বিরাটও। তিনি লেখেন, ‘আমার পুরো দুনিয়াটা এক ফ্রেমে’।

প্রসঙ্গত, সম্প্রতি শোনা গিয়েছে আদিপুরুষ ছবিতে প্রভাসের বিপরীতে সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন অনুষ্কা। জানা গিয়েছে, আগামী বছর সন্তানের জন্ম দিয়েই শুটিং ফ্লোরে ফিরবেন তিনি। টানা দু বছর পর ফের অভিনয়ে ফিরতে চলেছেন অনুষ্কা।

X