বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian cricket team)। দলের সঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলিও (Virat kohli) অস্ট্রেলিয়ায় রয়েছেন। এখন দুই দেশের মধ্যে চলছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, তারপর হবে টি-টোয়েন্টি সিরিজ এবং সবশেষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। ওয়ানডে এবং টিটোয়েন্টি সিরিজ খেললেও প্রথম টেস্ট ম্যাচ খেলেই দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
আগামী বছরের শুরুতেই কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানের জন্ম দেবেন। আর তাই প্রথম সন্তান জন্মানোর সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটি নিয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলেই দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলি দলের সঙ্গে না থাকলে যে ভারতীয় দলের উপর বাড়তি চাপ পড়বে সেটা বলাই বাহুল্য।
ইতিমধ্যে কোহলির এই পিতৃত্বকালীন ছুটি নিয়ে কোহলিকে কটাক্ষ করেছেন অনেকেই। এমনকি বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেবও কটাক্ষ করতে ছাড়েননি বিরাট কোহলিকে। কপিল দেবের মতে এটা বিলাসিতা ছাড়া অন্য কিছুই নয়। তিনি কিংবদন্তি সুনীল গাভাস্কারের প্রসঙ্গ টেনে বলেছেন দেশের হয়ে খেলার জন্য মাসের পর সন্তানের মুখ দেখেনি সুনীল গাভাস্কার।
এবার বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে পরোক্ষভাবে তার স্ত্রী অনুষ্কা শর্মাকে খোঁচা দিলেন সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কার বললেন, “দেশের হয়ে খেলার জন্য আমি দেশের বাইরে ছিলাম সেই সময় আমার স্ত্রী সন্তানের জন্ম দেয়। আমি আগে থেকেই জানতাম আমি বাইরে থাকাকালীন আমার স্ত্রী সন্তানের জন্ম দেবে তবুও আমি দেশে ফিরে আসিনি। এতে আমার স্ত্রীর পূর্ণ সমর্থন ছিল।” আর এখানেই অর্থাৎ “আমার স্ত্রী-র পূর্ন সমর্থন ছিল” এই কথার মধ্য দিয়ে যে সুনীল গাভাস্কার পরোক্ষ ভাবে কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাকেই খোঁচা দিলেন সেটা বোঝাই যাচ্ছে। উল্লেখ্য, আইপিএল চলাকালীন বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়ে কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বাক্যবিনিময় হয় সুনীল গাভাস্কারের।