দীপিকা প্রিয়াঙ্কা এখন অতীত, এবার কান চলচ্চিত্রে ঝড় তুলবেন অনুষ্কা

বাংলাহান্ট ডেস্ক : দীপিকা, প্রিয়াঙ্কা এবং আলিয়ার পর এবার বড় জয় পেলেন বলিউডের (Bollywood) আর এক অভিনেত্রী। খুব শীঘ্রই রেড কার্পেটে দেখা মিলতে চলেছে বলি তারকার। চলতি বছর কান ফিল্ম চলচ্চিত্র (Cannes Film Festival)  উৎসবের জন্য বিশেষ আমন্ত্রণ পেলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) স্ত্রী তথা বিটাউনের অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)।

জানা যাচ্ছে, চলতি বছর কান ফিল্ম চলচ্চিত্র উৎসবে নারীদের সম্মানিত করা হবে। আর সেই সকল নারীদের সম্মান প্রদান করবেন বিরাট ঘরানি। তবে কেবলমাত্র অনুষ্কা নন। অভিনেত্রীর পাশাপাশি এই বিশেষ অনুষ্ঠানে হাজির থাকবেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট উইনস্লেট।

Anushka Sharma

জানা যাচ্ছে, চলতি মাসের ১৭ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে কান চলচ্চিত্র উৎসব। আর সেখানেই এবার দেখা পাওয়া যাবে অনুষ্কা শর্মার। সম্প্রতি এই খবর জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত। সোশ্যাল মিডিয়ায় তিনি বিরাট এবং অনুষ্কার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানেই তিনি লেখেন, ‘বিরাট এবং অনুষ্কার সঙ্গে আলাপ করে বেশ ভালো লাগলো’। এরপরেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Anushka Sharma

কান ফিল্ম চলচ্চিত্র উৎসবে এর আগে বিশেষ অতিথি হিসেবে হাজির থেকেছেন বলিউডের বহু অভিনেত্রী। সেই তালিকায় নাম রয়েছে শর্মিলা ঠাকুর, দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালানের। এমনকি এই অনুষ্ঠানের রেড কার্পেটে দেখা পাওয়া গেছে সোনম কাপুর, মল্লিকা শেরাওয়াত, ঐশ্বর্য রাই বচ্চন, হিনা খান, তামান্না ভাটিয়ার মতন অভিনেত্রীদের। আর এবার অনুষ্কার পালা।

Anushka Sharma

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই ‘ মেট গালা ২০২৩’ এর রেড কার্পেটে দর্শকদের নজর কেড়েছেন গ্ল্যামার কুইন প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাট। এই অনুষ্ঠানে কালো থাই স্লিট গাউন করে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। গলায় পড়েছিলেন ২০৪ কোটি টাকার নেকলেস। অন্যদিকে সাদা গাউন করে হাজির হয়েছিলেন আলিয়া। রেড কার্পেটে অভিনেত্রীকে দেখে নজর আটকে গিয়েছিল দর্শকদের।

additiya

সম্পর্কিত খবর