৮ বছরের দাম্পত্য জীবনে একবারও হয়নি মিলন! অভিনেত্রী স্ত্রীকে ডিভোর্স দিতে আদালতে সাংসদ স্বামী

বাংলাহান্ট ডেস্ক : অনুভব মোহান্তিকে মনে পড়ে? হ্যাঁ, সেই অনুভব মোহান্তি, যিনি ওড়িশা থেকে এসে বেশ কয়েকটি বাংলা সিনেমাকে বক্স অফিসে সফল করিয়েছিলেন। বর্তমানে অনুভব এবং তাঁর অভিনেত্রী স্ত্রী বর্ষা প্রিয়দর্শিনীর ডিভোর্সের খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এখনও ডিভোর্সের মামলা চলছে আদালতে। যদিও এর মধ্যেই কটকের এডিজেএম কোর্ট এই মামলায় বড় রায় ঘোষণা করেছে। আদালত বর্ষাকে নির্দেশ দিয়েছে ২ মাসের মধ্যে অনুভবের পৈতৃক বাড়ি ছেড়ে দিতে হবে। অন্যদিকে অনুভবকেও মাসে ৩০০০০ টাকা দিতে হবে বর্ষাকে।

কিছুদিন আগে অনুভব বর্ষার নামে মামলা করে। সেখানে বলা ছিল বর্ষাকে যত শীঘ্র সম্ভব বাড়ি ছেড়ে দিতে হবে। এছড়া বর্ষার আয়ের হিসাবও চেয়েছিলেন অনুভব।

ডিভোর্সের মামলা চলাকালীন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লাইভে এসে বহুবার নিজের জীবনের দুঃখের কথা সবাইকে শুনিয়েছিলেন। কিছুদিন আগেই অনুভব একটি ভিডিও আপলোড করেন। সেখানে তিনি তাঁর এবং বর্ষার দাম্পত্য সম্বন্ধে অনেক কথাই বলেন। তানি আক্ষেপ করে বলেন, তাঁদের বিয়ে হয়েছে প্রায় ৮ বছর। কিন্তু এখোনও পর্যন্ত স্বামী-স্ত্রীর মধ্যে স্বাভাবিক সম্পর্কটাও হয়নি। তিনি প্রশ্ন তুলেছেন একটা মানুষ আর কতদিন অপেক্ষা করতে পারেন? এই ভাবে অবহেলিত হওয়ার জন্যই তিনি ডিভোর্স চান বলে জানিয়েছেন।

Untitled design 60 1

ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা অনুভব ২০১৩ সালে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। তার একবছর পর ২০১৪ সালে বর্ষা প্রিয়দর্শিনীকে বিবাহ করেন। ২০১৬ সালে প্রথম অনুভব নিজের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। এরপর ২০২০ সালে মামলা হয় আদালতে। আদালতে বর্ষাও গার্হস্থ্য হিংসা এবং পরকীয়ার অভিযোগ আনেন অনুভবের বিরুদ্ধে।

Sudipto

সম্পর্কিত খবর