বাংলাহান্ট ডেস্কঃ ভারতকে (India) শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য প্রতিবারই ভারতীয় সেনারা (Army) আত্মবলিদান দিয়েছে। তারা পরিবার পরিজন ছেড়ে সীমান্ত অঞ্চলের কঠন পরিস্থতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে ভারত মাতাকে রক্ষার জন্য জীবন উৎসর্গ করে চলেছে। সেনাদের এই স্বার্থ ত্যাগের কারণেই ভারতের ১৩০ কোটি দেশবাসী রাত্রে শান্তির নিদ্রায় যেতে পারে।
ভারতীয় সেনাবাহিনী নিতে চলেছে এক বড় পদক্ষেপ
বর্তমানে ভারতীয় সেনা শিবির এমন একটি ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে, যা ভারতের সেনা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এবার থেকে যেকোনো ভারতীয় নাগরিক তিন বছরের জন্য সেনা বাহিনীতে যোগ দিতে পারবে। দেশের সেবায় নিজেকে নিয়োজিত করে, দেশবাসীর সুরক্ষার কাজে অবতীর্ণ থাকতে পারবে।
সেনা দল পেতে চলেছে এক বিরাট সুরক্ষা শক্তি
সেনা বাহিনীর এই দায়িত্ব পালনের নতুন নিয়ম প্রস্তাব এখন শুধু সম্মতির অপেক্ষায়। এই প্রস্তাব পাশ হয়ে গেলে, ভারতীয় সেনা বাহিনীতে এক বিরাট সাফল্য আসবে। এবং সেনাদল এক বিশাল শক্তির অধিকারী হয়ে উঠবে, যা দেশের সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তিন বছরের জন্য যোগ দেওয়া যাবে ভারতীয় সেনাবাহিনীতে
সূত্রের পাওয়া খবর অনুযায়ী, দেশের মানুষকে সেনাবাহিনীতে যোগদানের জন্য এই প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। এই নিয়মের আয়ত্তায় নাগরিকরা তিন বছরের জন্য সেনাবাহিনীতে থাকার সুযোগ পাবে। দেশ মাতৃকার সেবা করতে পারবে। এর পাশাপাশি দেশের সুপ্ত প্রতিভাগুলোকে সেনা বাহিনী তাঁদের দলে সামিল করতে চাইছে।
দেশের নতুন প্রজন্মের কথা ভেবে নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত
পূর্বে ‘সি’আর্ট শো’-এর মোতাবেক কোন সেনাকে কমপক্ষে ১০ বছর সেনা বাহিনীতে কাজ করতে হত। তবে বর্তমানে এই প্রস্তাবের পুনর্বিবেচনা করা হচ্চে। যাতে করে নতুন প্রজন্মের যুবকরা দেশ সেবার কাজে নিজেদের আরও বেশি করে নিয়োজিত করতে পারে। দেশে বেকার যুবকের সংখ্যাও কমবে এবং সেনা বাহিনীর ভীত আরও মজবুত হবে।