বাংলাহান্ট ডেস্ক : আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, বার্থ অফ সার্টিফিকেট ইত্যাদি নথিগুলি প্রত্যেক ভারতীয়র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নাগরিকদের সুবিধার্থে তাই বিভিন্ন সময়ে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার এবার আরও একটি নতুন কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
বলা বাহুল্য, নাগরিকদের জীবন যাপন আরো সহজ ও স্বচ্ছতা বজায় রাখার জন্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করে থাকে। কেন্দ্রের মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার APAAR কার্ড চালু করার। এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কাদের জন্য তৈরি করা হবে এই কার্ড এবং এর বৈশিষ্ট্য কী কী।
আরোও পড়ুন : আজকের রাশিফল ১৭ অক্টোবর মঙ্গলবার! বজরঙ্গবলীর কৃপায় ঘটবে চমক, বিদেশে পাড়ি দেবে চার রাশি
সরকার সিদ্ধান্ত নিয়েছে মূলত পড়ুয়াদের জন্য তৈরি করা হবে এই APAAR কার্ড। জাতীয় শিক্ষানীতি এবং এক দেশ এক আইডি-এর প্রেক্ষিতে এই কার্ড তৈরি করা হবে। APAAR এর সম্পূর্ণ অর্থ অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। স্কুল পড়ুয়াদের জন্য এই APAAR কার্ড তৈরি করে দেওয়া হবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে।
আরোও পড়ুন : নয়া রূপে ফিরছে হলুদ ট্যাক্সি! অভিনব উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের, এবার অ্যাপেই মিলবে ‘যাত্রী সাথী’
এই ব্যাপারে শিক্ষা মন্ত্রক অভিভাবকদের মতামত জানতে চেয়েছে। শিক্ষা মন্ত্রক স্কুলগুলিকে এই বিষয়ে আগামী ১৬ থেকে ১৮ অক্টোবরের মধ্যে অভিভাবকদের সাথে বৈঠক করার নির্দেশ দিয়েছে। এমনকি বলা হয়েছে যদি কোনও অভিভাবক এই কার্ড করাতে অনিচ্ছুক হন তাহলে সেই অভিভাবকের সন্তানের APAAR কার্ড করা হবে না।
একজন পড়ুয়ার শিক্ষা জীবনের গ্রাফ সম্পূর্ণভাবে নথিভুক্ত থাকবে এই APAAR কার্ডে। এই কার্ডের জন্য অধিকাংশ তথ্য সংগ্রহ করা হবে পড়ুয়াদের আধার কার্ড থেকে। স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এই কার্ড করাতে ইচ্ছুক পড়ুয়াদের রক্তের গ্রুপ, ওজন, উচ্চতা ইত্যাদির তথ্য সঞ্চিত রাখার জন্য। UDISE পোর্টালে এইসব তথ্য আপলোড করা হবে।