বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজো কার্নিভ্যাল এবং তার পরবর্তীকালে বিজয়া সম্মিলনী, এই দুই অনুষ্ঠান নিয়ে আপাতত বিতর্কে জেরবার রাজ্য। প্রথমে রেড রোডের কার্নিভ্যালে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ছবি তুলে বিতর্কে জড়ান স্বস্তিকা মুখোপাধ্যায়। তারপর গায়িকা ইমন চক্রবর্তীও নিন্দার মুখে পড়েন একই কারণে। তফাৎ একটাই। তিনি কার্নিভ্যালে না গিয়ে গিয়েছিলেন রাজ্য সরকার আয়োজিত বিজয়া সম্মেলনে।
এবার তালিকায় জুড়ল আরো একটি নাম, অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তিনিও উপস্থিত ছিলেন বিজয়ার অনুষ্ঠানে। তিনিও ছবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ফলাফলটা আর আলাদা করে বলার দরকার নেই। নেটিজেনদের একাংশের ক্ষোভের মুখে পড়েছেন অপরাজিতাও।
বুধবার ইকো পার্কে রাজ্য সরকারের তরফে আয়োজিত বিজয়া সম্মেলনে বসেছিল চাঁদের হাট। রাজনীতি থেকে সাংষ্কৃতিক জগতের তাবড় তারকারা এসেছিলেন এদিনের অনুষ্ঠানে। আমন্ত্রণ পেয়েছিলেন অপরাজিতাও। ‘স্বর্ণালী সন্ধ্যা’র কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন পর্দার ‘লক্ষ্মী কাকিমা’।
মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরে হাসিমুখে সেলফি তুলেছেন অপরাজিতা। দুজনকে দেখেই স্পষ্ট যে তাঁদের মধ্যে সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ। অভিনেত্রীর ছবিতে দেখা মিলেছে ঊষা উত্থুপ, লীনা গঙ্গোপাধ্যায়, ভরত কল, জুন মালিয়া, শ্রীতমা ভট্টাচার্য, রাজ চক্রবর্তী, পাওলি দাম, অরিন্দম শীলদের।
অপরাজিতার ছবি দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা। একজন লিখেছেন, ‘একটা সন্ধ্যা যদি ওখানেও কাটাতেন যেখানে চাকরিপ্রার্থীরা ৫৭৮ দিন ধরে ধর্ণা দিচ্ছে।’ আরেকজন কটাক্ষ করেছেন, ‘পরের বারের ভোটের টিকিট কনফার্ম। রাজ্যের শিক্ষার এই বেহাল দশা একজনের জন্য তার সাথেই এইসব। বাহ ভাল ভাবতাম, শিক্ষিত ভাবতাম আগে।’
https://www.instagram.com/p/Cjn14gdvDp0/?igshid=YmMyMTA2M2Y=
আরেকজন রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘আপনাকে ঠিকঠাক ভেবেছিলাম। আপনিও চটি চাটার দলে নাম লেখালেন! ঠিকই আছে, ভেড়ার পাল সব একদিকেই যায়। একজন যেখানে যায়, তাকেই সবাই ফলো করে।’
বাংলা বিনোদন দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ অপরাজিতা। সিনেমা থেকে সিরিয়াল দুদিকেই তাঁর অভিনয় দক্ষতার পরিচয় পেয়েছেন দর্শকরা। ছোটপর্দার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ তিনি। ফ্যানবেসও ভালোই। কিন্তু অপরাজিতার এই পোস্ট যে নেটিজেনদের মনে ধরেনি তা বোঝাই যাচ্ছে।