দু বছর পর ধুমধাম করে পুজো, লক্ষ্মী কাকিমার হাতেই সেজে উঠলেন মা লক্ষ্মী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজোর শেষের বিষাদে সাময়িক প্রলেপ দিয়েছে লক্ষ্মীপুজো (Lokkhi Pujo)। রবিবার সারা দিন ধনদেবীর আরাধনায় মেতেছিল আম বাঙালি। কোজাগরী পূর্ণিমা উপলক্ষে বাড়িতে বাড়িতে মা লক্ষ্মীকে ভক্তিভরে পুজো করেছেন সকলে। তারকাদের বাড়ির পুজোতেও ছিল বিশেষ নজর। বিশেষ করে অভিনেত্রী অপরাজিতা আঢ‍্য (Aparajita Adhya) এবার দু বছর পর ধুমধাম করে মা লক্ষ্মীর আরাধনা করলেন।

টলিপাড়ার তারকাদের মধ‍্যে অপরাজিতা আঢ‍্যর বাড়ির লক্ষ্মীপুজোর জনপ্রিয়তার কথা না বললেই নয়। প্রতি বছরই ঘরোয়া ভাবেই বেশ জাঁকজমক করে পুজো করেন অভিনেত্রী। লক্ষ্মীপুজো উপলক্ষে অপরাজিতার বাড়িতে হাজির হন ইন্ডাস্ট্রির তারকারা। উপরন্তু এ বছর তিনি নিজেই লক্ষ্মী কাকিমা সুপারস্টার। তাই ধুমধাম তো করতেই হত।


গত দু বছর বাড়ির পুজোয় ঘটা করতে পারেননি অভিনেত্রী। প্রথম বছর পরিবারের সকলেই করোনা আক্রান্ত ছিলেন। আক্রান্ত হয়েছিলেন অপরাজিতা নিজেও। তবুও মা লক্ষ্মীকে নিজে হাতে সাজানোর সুযোগ ছাড়েননি। গত বছরেও বাধা আসে পুজোয়। ২০২১ এর জুনেই প্রয়াত হন অভিনেত্রীর শ্বশুরমশাই। আরেক বাবাকে হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। তাই ছোট করেই সেরেছিলেন ধনদেবীর পুজো।

https://www.instagram.com/p/CjdmmGRvQTQ/?igshid=YmMyMTA2M2Y=

এ বছর করোনার ভয় কাটিয়ে দূর্গাপুজোয় মেতেছিল সকলে। অপরাজিতাও ধুমধাম করে পুজো করেছেন মা লক্ষ্মীর। আগের দিন থেকেই শুরু করেছিলেন তোড়জোড়। নিজে লাল শাড়ি, ব্লাউজে সেজে মা লক্ষ্মীকেও সাজিয়েছেন লাল টুকটুকে শাড়ি, সোনালি গয়না, মুকুট আর মাথায় চেলি পরিয়ে।

https://www.instagram.com/reel/Cjfg4QWgqtp/?igshid=YmMyMTA2M2Y=

প্রতা বারের মতো নিজে হাতে আলপনাও দিয়েছেন অপরাজিতা। শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে পুজো করেছেন তিনি। ফল ও ভোগ প্রসাদে ছিল ফল, চিড়ে, মুড়ির মোয়া, খিচুড়ি, লাবড়া, আলুর দম, মিষ্টি, পায়েস। এছাড়া অপরাজিতার বাড়ির পুজোয় ঠাকুরবাড়ির জনপ্রিয় মিষ্টি ‘এলোঝেলো’ও থাকে। অতিথিদের মন, পেট সব ভরিয়ে তারপরেই বাড়ি পাঠান লক্ষ্মী কাকিমা।

সম্পর্কিত খবর

X