টিআরপিই সব, অভিজ্ঞতার দাম নেই? বাংলা সিরিয়াল নিয়ে প্রশ্ন ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতার

বাংলাহান্ট ডেস্ক: অপরাজিতা আঢ‍্য (Aparajita Adhya), নামটাই যথেষ্ট মানুষটা এবং তাঁর অভিনয় দক্ষতা জানার জন‍্য। দীর্ঘ দু দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। বড়পর্দা ছোটপর্দা দুদিকেই সমান ভাবে কাজ করেছেন তিনি। চার বছর পর আবারো জি বাংলাতেই ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar) সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় ফিরেছেন অপরাজিতা।

প্রাইম টাইমের স্লটও দেওয়া হয়েছে নতুন সিরিয়ালকে। কিন্তু টিআরপি কোথায়? প্রথম সপ্তাহে সেরা দশের টিআরপি তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নিয়েছিল লক্ষ্মী কাকিমা। তার পরের বার পাঁচ নম্বরে উঠে গিয়েছিল এই সিরিয়াল। কিন্তু তারপরেই ছন্দ পতন। সেরা দশের তালিকা থেকে একেবারে আউট লক্ষ্মী কাকিমা!

aparajita adya
টিআরপির এই ইঁদুর দৌড়ে কতটা তাল রাখতে পারছে সুপারস্টার লক্ষ্মী কাকিমা? অপরাজিতার সোজা সাপটা উত্তর, তিনি ২৫ বছর ধরে অভিনয় করছেন। সিরিয়ালে তাঁর স্বামী দেবশঙ্কর হালদার ৩৫ বছর ধরে সমান দাপটের সঙ্গে সামলাচ্ছেন থিয়েটারের মঞ্চ এবং বড়পর্দা।

তাঁদের মূল‍্যায়ন কি এবার টিআরপি দিয়ে হবে? অভিনেত্রী বলেন, চার বছর পর  তিনি ছোটপর্দায় ফিরেছেন। এই ক বছরে বদলেছে অনেক কিছুই। টিআরপি যে যেকোনো সিরিয়ালের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বিষয় তা অস্বীকার করেননি অপরাজিতা। দর্শক কী ভালবাসছে না বাসছে সেটা অবশ‍্যই সবথেকে প্রথমে দেখতে হবে।

অনেক সময়ে এমনো হয় যে দর্শক পছন্দ করছে না বলে গল্প বদলাতে বাধ‍্য হয়েছেন নির্মাতারা। কিংবা মূল গল্প থেকে সরে গিয়েছে ফোকাস। তবে অপরাজিতা আশাবাদী। কারণ দর্শক কুরুক্ষেত্র, এক আকাশের নীচে, তমসা রেখা, গানের ওপারের মতো সিরিয়ালের গল্পও কিন্তু ভালবেসেছে। তাই লক্ষ্মী কাকিমাও অচিরেই সবার মন জয় করে নিতে পারবেন বলে মনে করছেন অপরাজিতা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর