‘তুমি যেখানেই থাকো আমার স‍্যার থাকবে সবসময়’, প্রয়াত পীযূষ গঙ্গোপাধ‍্যায়কে স্মরণ করে আবেগঘন অপরাজিতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বছর ছয় আগের সিরিয়াল ‘জলনূপুর’ বিশেষ কিছু কারণে এখনো ভুলতে পারেননি অভিনেত্রী অপরাজিতা আঢ‍্য (aparajita adhya)। সিরিয়ালের মূল চরিত্রে অভিনেত্রী লাভলি মৈত্র থাকলেও অপরাজিতা অভিনীত ‘পারি’ চরিত্রটি অন‍্য উচ্চতায় নিয়ে গিয়েছিল সিরিয়ালটিকে। একজন বিশেষ ভাবে সক্ষম মেয়ের চরিত্রে তাঁর অভিনয়কে সাদরে গ্রহণ করেছিল মানুষ। কিন্তু ভালোর পাশাপাশি এই সিরিয়ালের সঙ্গে একটি অত‍্যন্ত কষ্টকর স্মৃতিও ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে।

এই সিরিয়াল চলাকালীনই প্রয়াত হন খ‍্যাতনামা অভিনেতা পীযূষ গঙ্গোপাধ‍্যায় (piyush ganguly)। সিরিয়ালে পারির গানের স‍্যারের চরিত্রে অভিনয় করে মন জিতে নিয়েছিলেন তিনি সবার। অত‍্যন্ত সুদক্ষ অভিনেতা ছিলেন পীযূষ। ইন্ডাস্ট্রিকে অনেক কিছুই দেওয়া বাকি ছিল তাঁর। কিন্তু একটি পথ দুর্ঘটনা অকালে কেড়ে নেয় অভিনেতার প্রাণ। মাত্র পঞ্চাশ বছর বয়সে প্রয়াত হন পীযূষ।


ছয় বছর আগে সপ্তমীর দিনে কোনা এক্সপ্রেসওয়েতে সাঁতরাগাছি উড়ালপুলের ওপর পথ দুর্ঘটনায় পড়ে পীযূষের গাড়ি। একটি অনুষ্ঠান করে বাড়ি ফিরছিলেন তিনি। একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। মারাত্মক ভাবে জখম হন অভিনেতা। তড়িঘড়ি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি। চারদিন হাসপাতালে মৃত‍্যু্র সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন অভিনেতা।

https://www.instagram.com/p/CS6UVmPFUAb/?utm_medium=copy_link

২০১৫ সালের সে কালো দিন এখনো ভুলতে পারেনি টলিউড ইন্ডাস্ট্রি। এত বছর পর আবারো অপরাজিতার সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে বিষাদের সুর। জলনূপুরে গানের স‍্যারের সঙ্গে বিয়ে হয়েছিল পারির। সেই ভিডিও আরো একবার শেয়ার করে প্রয়াত অভিনেতাকে স্মরণ করেছেন অপরাজিতা। তাঁর কথায়, ‘স‍্যার তুমি যেখানেই থাকো আমার স‍্যার থাকবে সবসময়। তোমার মতো অভিনেতা এই ইন্ডাস্ট্রি আর পাবে না তুমি নিজেই একটা অভিনয় প্রতিষ্ঠান।’

X