বাংলা হান্ট ডেস্ক : বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ! তাই উৎসব পাগল বাঙালি প্রায় প্রত্যেক মাসেই কোনো না কোনো কোন উৎসব নিয়ে মেতে থাকেন। দেখতে দেখতে শেষ হয়ে গেল দুর্গা পুজোও। পুজো শেষ হতেই বাঙালির গৃহ বধূদের তুমুল ব্যস্ততা শুরু হয়ে যায় কোজাগরি লক্ষ্মী পুজো নিয়ে। প্রত্যেক বছর এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে তুমুল ব্যস্ততার মধ্যেই থাকেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)।
বড় সিদ্ধান্ত নিলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)
এই দিন অপরাজিতার (Aparajita Adhya) বাড়িতে পাত পেড়ে ভোগ খাওয়ানো হয় লক্ষীপুজোর। কিন্তু এবছর আর মন ভালো নেই অভিনেত্রীর (Aparajita Adhya)। তাই বাড়ির পুজো এবার নমো নমো করেই সারার পরিকল্পনা রয়েছে অপরাজিতার। তিলোত্তমার নির্মম ধর্ষণ-হত্যা কাণ্ডের বিচারের দাবিতে অনশনরত অবস্থায় রয়েছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা।
তাই এই অবস্থায় উৎসবে সামিল না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। প্রত্যেক বছর পাড়ার পুজোয় অর্থাৎ বেহালার জাগরণী প্যান্ডেলে পুজোর শুরুর দিন থেকেই হাজির থাকেন অভিনেত্রী। ঢাক বাজানো থেকে শুরু করে নানান অনুষ্ঠানে সামিল হতে দেখা যায় অভিনেত্রীকে। কিন্তু এবছর অপরাজিতা না ঢাক বাজিয়েছেন না সিঁদুর খেলায় সামিল হয়েছেন অপরাজিতা।
আরও পড়ুন : প্রথমবার বাড়িতে দুর্গাপুজো, রয়েছে বিশেষ গল্প! এ কি বললেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত?
কিন্তু এক বছর পর উমার ঘরে ফেরা। তাই মা’কে বরণ করতেই বেহালা জাগরণীর পুজোয় যোগ দিয়েছিলেন অপরাজিতা। সোশাল মিডিয়ায় সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন অপরাজিতা। তবে সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেছেন, ‘প্রত্যেকবার মণ্ডপে গিয়ে আনন্দ করি, ঢাক বাজাই, এবার কোনওটাই করিনি। যেদিন বেহালা জাগরণীর পুজোয় হোমযজ্ঞ হয়েছিল, সেদিনই গিয়েছিলাম। পাড়ার কেউ এবার সিঁদুর খেলায় মাতেননি। প্রতিমা বিসর্জনে প্রতিবার পাড়ার মহিলারাই নাচ করেন। এবার সেসব কিছু হচ্ছে না। যথাযথ নিয়ম মেনে পুজো করাটা দায়িত্ব, সেটাই করা হয়েছে। তার বাইরে কোনও আড়ম্বরে যাইনি আমরা।’
View this post on Instagram
অন্যদিকে বাড়ির পুজো অর্থাৎ আসন্ন কোজাগরী লক্ষ্মী পুজো সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী স্পষ্ট বলেছেন, ‘সকলেই জানেন, কোজাগড়ি পুজোর এই বিশেষ দিনে আমি, অপরাজিতা, বিশেষ উদযাপনের ব্যবস্থা করি প্রতি বছরে। কিন্তু এই বছরটা উদযাপন থাকছে না । যে সময়ে রক্ত মাংসের লক্ষ্মীদের এত অবমাননা প্রতিনিয়ত, সেই সময়ে উপাসনা থাকলেও লক্ষ্মী দেবীর পূজা উদযাপন খানিকটা নিরর্থক ঠেকে। তাই অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিলাম। মিডিয়া বন্ধুদের যদি পুজোর ছবি ও ভিডিও প্রয়োজন হয়, আমার গণমাধ্যম দল বিশেষ ভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে।’