লক্ষ্মী কাকিমা থেকে ‘শ‍্যাওড়া গাছের পেত্নি’! ভূত চতুর্দশীতে অপরাজিতার সাজ দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্ক: ভূত চতুর্দশী মানেই চোদ্দ প্রদীপ জ্বালানো, চোদ্দ শাক খাওয়া, এগুলোই এতদিন পর্যন্ত জেনে এসেছে বাঙালি। কিন্তু পাশ্চাত‍্যের ‘হ‍্যালোউইন’ উৎসব এদেশে জাঁকিয়ে বসার সঙ্গে সঙ্গে ভূত চতুর্দশীকেই দেশি হ‍্যালোউইন বানিয়ে ফেলেছেন অনেকে। নানান উৎকট সাজে ভূত-পেত্নি রূপে সোশ‍্যাল মিডিয়ায় ছবি, ভিডিও শেয়ার করতে দেখা যাচ্ছে সেলিব্রিটিদের। তালিকায় নাম লিখিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ‍্যও (Aparajita Adhya)।

‘শ‍্যাওড়া গাছের পেত্নি’র সাজে কয়েকটি ছবি এবং ভিডিও শেয়ার করেছেন পর্দার ‘লক্ষ্মী কাকিমা’। কালো সোনালি পোশাক পরে, চড়া মেকআপ, মাথায় সোনালি শিংওয়ালা হেয়ারব‍্যান্ড পরে শ‍্যাওড়া গাছের পেত্নি সেজেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন এমন সাজের নেপথ‍্যের কারণও।

aparajita adya
অপরাজিতা লিখেছেন, ‘ছোটো বেলায় কাকুদের নাটকে আমি সবসময়ই শ‍্যাওড়া গাছের পেত্নী সাজতাম। এতই রোগা ছিলাম যে গাছের যে কাঠামো তৈরি করা হতো সেটা বেয়ে উঠতে আমার কোনো অসুবিধা হতো না তাই ওই পাঠ টা আমার ছিল। অনেকদিন ধরে খুব ইচ্ছে করছিল শ‍্যাওড়া গাছের পেত্নী সাজতে, আজ এই ভূত চতুর্দশীর সুযোগে সেজে ফেললাম।’

https://www.instagram.com/p/CkEOX1GPC42/?igshid=YmMyMTA2M2Y=

 

অপরাজিতার সাজ দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন অনেকে। কেউ লিখেছেন, ‘কটকটি নিউ ভার্সন’, আবার কারোর মতে, অপরাজিতা নাকি আইসক্রিম খেয়ে কোনগুলো মাথায় লাগিয়ে নিয়েছেন। কেউ আবার দাবি করেছেন, শ‍্যাওড়া গাছের পেত্নি না, মেছো পেত্নিই চাই। আবার অনেকের মতে, এত মিষ্টি পেত্নি দেখলে ভয় লাগবে না, ভালবাসতে ইচ্ছা করবে।

প্রসঙ্গত, এই মুহূর্তে জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালে দেখা যাচ্ছে অপরাজিতাকে। শুরু থেকে ভাল টিআরপি তুললেও বেশ কয়েক সপ্তাহ ধরে সেরা দশের তালিকার একেবারে তলানিতে এসে ঠেকেছে সিরিয়ালটি। সিরিয়ালে যদিও নিত‍্য নতুন টুইস্টের কোনো কমতি নেই। এমন পরিস্থিতিতে কবে আবার টিআরপি বাড়িয়ে তালিকার উপরে উঠতে পারবে লক্ষ্মী কাকিমা সেটা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর