ভাড়াবাড়িতে গিয়েও ফুল অন এনার্জি, প‍্যাক প‍্যাক হাঁসকে নিয়ে বিদেশি গানের তালে কোমর দোলালেন অপরাজিতা, ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সন্ধ‍্যা সাড়ে আটটা বাজলেই বাড়ি বাড়ি থেকে টিভির আওয়াজ ভেসে আসে, লক্ষ্মী কাকিমা সুপারস্টার (Lokkhi Kakima Superstar)। লক্ষ্মী আর তার আদরের হাঁসের কাণ্ডকারখানা দেখার জন‍্য সময় হলেই টিভির সামনে বসে পড়েন দর্শকরা। অপরাজিতা আঢ‍্যর (Aparajita Adhya) অভিনয় বলে কথা! মিস করা যাবে না কিছুতেই।

টলি ও টেলিপাড়ার মিষ্টি অভিনেত্রী অপরাজিতা। অনেকদিন পর আবার ছোটপর্দায় ফিরেছেন তিনি। এবার তাঁর পরিচয় লক্ষ্মী কাকিমা। চরিত্রটার সঙ্গে অপরাজিতারও মিল আছে বেশ খানিকটা। দুজনেরই হাসি প্রাণখোলা। সুযোগ পেলেই অপরাজিতার মতো নেচে ওঠেন লক্ষ্মীকাকিমা। আট থেকে আশি সবার চোখের মণি লক্ষ্মী।


এহেন লক্ষ্মী কাকিমা সোশ‍্যাল মিডিয়ায় তেমন সড়গড় না হলেও অপরাজিতা কিন্তু বেশ সক্রিয় থাকেন ইনস্টাগ্রামে। প্রায়ই ছবি, রিল ভিডিও শেয়ার করতে দেখা যায় তাঁকে। নাচতে ভালবাসেন অভিনেত্রী। তাই নিত‍্যনতুন ট্রেন্ড মেনে নাচের ভিডিও বানান তিনি। এবারে লক্ষ্মীর সঙ্গী হল তাঁর আদরের বৌমা হাঁস ওরফে হংসিনী।

ট্রেন্ডিং বিদেশি গানের তালে জমিয়ে নেচেছেন দুজনে। অপরাজিতার পরনে শাড়ি থাকলেও হংসিনী ওরফে শার্লি মোদকের পরনে জিন্স আর টপ। সঙ্গে মাথায় আবার হেলমেট পরা। ক‍্যাপশনে অপ‍রাজিতা লিখেছেন, ‘লক্ষ্মী আর লক্ষ্মীর বাহন প‍্যাক প‍্যাক হাঁস। ২০২২ তো পেঁচার জায়গায় হাঁস এখন লক্ষ্মীর বাহন।’


এর আগেও সিরিয়ালের সেট থেকে নাচের ভিডিও শেয়ার করেছেন অপরাজিতা আর শার্লি। লক্ষ্মী কাকিমা সুপারস্টারের ব‍্যাপারে বলতে গেলে, প্রথম থেকেই ভাল টিআরপি দিচ্ছে এই সিরিয়াল। প্রতি সপ্তাহেই সেরা দশের মধ‍্যে থাকে জি বাংলার লক্ষ্মী কাকিমা সুপারস্টার।

https://www.instagram.com/reel/CfbcFnior-j/?igshid=YmMyMTA2M2Y=

যারা সিরিয়ালটি দেখেন তারা জানেন, লক্ষ্মী সহ তার স্বামী দেবু, ছেলে দুলাল, মেয়ে আর বৌমা হংসিনীকে মিথ‍্যে অভিযোগ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। দুলাল আর হাঁস মিলে এখন নতুন চাকরি জোটানোর চেষ্টা করছে যাতে সংসারের খরচ জোগাতে একটু সুবিধা হয়।

সম্পর্কিত খবর

X