ডুবে ডুবে জল খাচ্ছিলেন ‘অপু বিডিও’! প্রেমের মাসের আগেই মনের মানুষকে প্রকাশ‍্যে আনলেন সুস্মিতা

বাংলাহান্ট ডেস্ক: সামনেই প্রেমের মাস। আর সপ্তাহ কয়েক পরেই ভ‍্যালেন্টাইনস ডে। তার আগে প্রেম প্রকাশের পালা চলছে টেলিতারকাদের। বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যেই অনেকেই ছুপা রুস্তম। মুখে না না করলেও আসলে কিন্তু লুকিয়ে লুকিয়ে দিব‍্যি প্রেমপর্ব চালান তাঁরা। এই তালিকাতেই নাম রয়েছে সুস্মিতা দের (susmita dey)।

দর্শকদের কাছে অবশ‍্য তিনি অপু নামেই বেশি পরিচিত। মডেলিং থেকে সিরিয়ালে পা রেখেই জনপ্রিয় চূড়ায় উঠেছেন সিরিয়ালে তিনি দীপু ঘরণী। বাস্তবে যদিও সৃজলা গুহর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রোহন ভট্টাচার্য। কিন্তু সুস্মিতার প্রেম কাহিনি এতদিন পর্যন্ত অধরাই ছিল দর্শকদের কাছে। এর আগে তিনি দাবি করেছিলেন, হিন্দি টেলিভিশন অভিনেতা সুমেধ মুদগালকারের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন তিনি।

IMG 20220125 161759
কিন্তু সেটা যে স্রেফ ভাঁওতা ছিল তা বোঝা গেল সুস্মিতার সাম্প্রতিক পোস্টে। শেষমেষ নিজের আসল প্রেমিককে প্রকাশ‍্যে আনলেন তিনি। প্রেমিক অনির্বাণ রায়ের জন্মদিনে একগুচ্ছ বিশেষ মুহূর্তের ছবি কোলাজ করে ভিডিও বানিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে দিয়েছেন আদুরে বার্তা।

লিখেছেন, ‘আজ তোমার বিশেষ দিন। তোমার সেরাটাই প্রাপ‍্য, আমিও সেই প্রার্থনাই করি। যেখানেই যাও সেখানেই প্রতিভা দেখাও। তুমি সবসময় আমার কথা শোনো আর সবকিছু ঠিক করে দাও। ভবিষ‍্যতে আরো উজ্জ্বল হয়ে ওঠো, এই কামনা করি। আমার ভালবাসা ও প্রার্থনা পাঠালাম।’ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পর্দার অপু লিখেছেন, অনির্বাণই তাঁর মুশকিল আসান।

https://www.instagram.com/susmitadey.official/reel/CZCqUPsJtO0/?utm_medium=copy_link

জানা যাচ্ছে, পেশায় ইভেন্ট ম‍্যানেজার অনির্বাণ। একটি সৌন্দর্য প্রতিযোগিতার মাধ‍্যমে আলাপ দুজনের। দু বছর ধরে নাকি সম্পর্কে রয়েছেন সুস্মিতা অনির্বাণ। এমনকি সিরিয়ালের সেটেও সকলেই এই সম্পর্ক নিয়ে ওয়াকিবহাল। মালদার ছেলে অনির্বাণ। তাই মজা করে সুস্মিতাকে নাকি ‘মালদা’ বলে ডাকা হয় সেটে।

যদিও একটি রিল ভিডিও শেয়ার করেই মুখে কুলুপ এঁটেছেন সুস্মিতা। বিষয়টা নিয়ে আর একেবারেই কিছু বলতে রাজি নন তিনি। আপাতত নিজের সিরিয়াল নিয়েই ব‍্যস্ত তিনি। ভিলেন জামাইবাবুর পর্দাফাঁস করে দিদিভাইকে বাঁচাতে হবে তো!

Niranjana Nag

সম্পর্কিত খবর