এই দেশে কেউ বিরোধিতা করলে তাকে দেশদ্রোহী বা পাকপন্থী তকমা দেওয়া হয়: অপর্ণা সেন

বাংলা হান্ট ডেস্ক: প্রথম থেকেই মোদী সরকারের নানা কাজের বিরোধিতায় সরব হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন [Aparna Sen]। আর এবার ফের নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন তিনি। শেষ কিছু সময়ে দেখা গিয়েছে, কেউ কেন্দ্রের কোনও বিষয়ে সমালোচনা করলেই তাকে বা তাদের নানা ‘বিশেষণে’ আক্রমণ করেছেন বিজেপি নেতা, কর্মীরা। আর সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব অপর্ণা।

ট্যুইটারে অপর্ণা লেখেন, ‘দয়া করে এদেশের কোনও বিষয়ে কখনও প্রতিবাদ করবেন না। আপনি যদি তা করেন তাহলেই আপনাকে ‘দেশদ্রোহী’, ‘আর্বান নকশাল’, ‘জঙ্গি’, ‘পাকিস্তানপন্থী’, ‘টুকরে টুকরে গ্যাং’ বা ‘খালিস্তানি’ বলে দেওয়া হবে। এমনকি আপনি জেলেও যেতে পারেন। তাই সাবধান!’

https://platform.twitter.com/widgets.js

প্রসঙ্গত, বরাবরই বিজেপি বিরোধী অপর্ণা। একাধিকবার কেন্দ্রের বিরোধিতা সরাসরি ভাবে করেছেন। সেই জন্য তাঁকেও ‘আর্বান নকশাল’ বলে দেগে দিয়েছেন বিজেপির নেতা-কর্মীরা। তবুও কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারবেন না বলেই জানিয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই এক অনলাইন সেমিনারে তিনি বলেছিলেন, ‘স্বাধীনতার পর জরুরি অবস্থা ছিল এদেশের গনতন্ত্রের পক্ষে সবচেয়ে বিপজ্জনক। কিন্তু এখন যে ব্যবস্থা ভারতে চলছে তা জরুরি অবস্থাকেও হার মানাবে।’ মোদী সরকারকে কার্যত ফ্যাসিস্ট সরকার বলে আক্রমণ করেন তিনি।

aparna sen 1

অন্যদিকে, অতীতে একাধিক বিরোধী প্রতিবাদকে নানা নাম দিয়ে লঘু করার চেষ্টা করেছে বিজেপিও। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে কানহাইয়া কুমারদের ছাত্র আন্দোলনকে ‘টুকরে টুকরে গ্যাং’ নামে অভিহিত করেছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। গত বছরের শাহিনবাগ আন্দোলনকারীদের পাকিস্তানপন্থী বলতেও দ্বিধা করেননি তারা। আর এবার কৃষক বিক্ষোভে অংশ নেওয়া শিখদের খালিস্তানি তকমা দেওয়া হয়েছে শাসক শিবিরের পক্ষ থেকে।

সম্পর্কিত খবর