রামনবমী নিয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, খোলা চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ অপর্ণা-কৌশিক সেনদের

বাংলাহান্ট ডেস্ক: রামনবমীতে (Ram Nabami) রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা হানাহানির ঘটনায় শিহরিত আমজনতা। হাওড়ার শিবপুরে প্রথমে শুরু হয় অশান্তি। সেখান থেকে উত্তাপের আঁচ ছড়ায় হুগলির রিষড়ায়। সোমবার রাতেও উত্তপ্ত হয়েছিল রিষড়া। এহেন পরিস্থিতিতে উদ্বিগ্ন অপর্ণা সেন, কৌশিক সেনের মতো বুদ্ধিজীবীরা। মঙ্গলবার সন্ধ্যায় এই বিষয়ে খোলা চিঠি দিয়ে সুর চড়ালেন তাঁরা।

হিংসা ছড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ করে পুলিস প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট জনেরা। চিঠিতে উদ্বেগ প্রকাশ করে লেখা হয়েছে, রাম নবমী উদযাপনকে কেন্দ্র করে বিগত ছয় দিন ধরে রাজ্যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি সক্রিয় হয়ে উঠেছে। এতে নাগরিক হিসাবে শঙ্কা প্রকাশ করে প্রতিবাদ জানানো হয়েছে।

aparna kaushik

চিঠিতে আরো যোগ করা হয়েছে, নাগরিকদের জীবন এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিস প্রশাসনের। কিন্তু সে দায়িত্ব পালনে তারা ব্যর্থ। পুলিসের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে মেরুকরণের রাজনীতি যত দ্রুত সম্ভব বন্ধ করতে উচ্চ পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থার দাবি জানানো হয়েছে চিঠিতে। এই খোলা চিঠিতে সাক্ষর রয়েছে অপর্ণা সেন, কৌশিক সেন, রেশমি সেন, ঋদ্ধি সেন, অনির্বাণ ভট্টাচার্য, সুমন মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো শিল্পীদের।

aparna sen 1

উল্লেখ্য, গত ৩০ মার্চ রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় উৎসব পালন করা হয়েছিল। বেরিয়েছিল মিছিল। কিন্তু সর্বত্র মিছিল শান্তিপূর্ণ হয়নি। অশান্তি শুরু হয় হাওড়া থেকে যা পরে ছড়ায় রিষড়ায়। অস্ত্র মিছিলে ভাঙচুর, ইঁটবৃষ্টি ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ওই ঘটনার পর এলাকায় পুলিস মোতায়েন করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। কিন্তু সোমবার রাতে ফের হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টির অভিযোগ ওঠে। ট্রেন পরিষেবা ব্যাহত হয়। পুলিস, র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল।


Niranjana Nag

সম্পর্কিত খবর