বাংলাহান্ট ডেস্ক: অবিলম্বে ছাত্র নির্বাচনের দাবিতে আন্দোলনে বসেছেন মেডিকেল কলেজের (Medical College) একাধিক পড়ুয়া। অনির্দিষ্টকালের অনশনে ছাত্রদের সঙ্গে প্রতীকী আন্দোলনে সামিল হয়েছেন তাদের অভিভাবকরাও। এবার ওই ছাত্রদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। টুইটে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
টুইট করে অপর্ণা লিখেছেন, ‘অনশনকারীদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে তৃণমূল সরকার! অহিংস আন্দোলনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করা হল কেন? সরকারের অনৈতিক আচরণের তীব্র প্রতিবাদ করছি!’
ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা কৌশিক সেনও। তিনি বলেন, তৃণমূল সরকার এবং কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে আগামী ২২ ডিসেম্বর ছাত্র নির্বাচন হবে। কিন্তু পরবর্তীকালে তারা বুঝতে পারে এদিন ভোট হলে তৃণমূল ছাত্র সংগঠন জিততে পারবে না। তাই কথা দিয়েও সরে আসে। নির্বাচন না হতে দেওয়া অত্যন্ত অগণতান্ত্রিক একটা কাজ বলেও মন্তব্য করেন কৌশিক সেন।
প্রসঙ্গত, অবিলম্বে ছাত্র ভোটের দাবি জানিয়ে অনশনে বসেছেন মেডিকেল কলেজের ৬ জন পড়ুয়া। এদিন ছাত্রদের সঙ্গে তাদের অভিভাবকরাও কলেজের প্রশাসনিক ভবনের সামনে ১২ ঘন্টার প্রতীকী আন্দোলন করে। কিন্তু এখনো পর্যন্ত ছাত্র নির্বাচন নিয়ে কোনো তথ্যই দেওয়া হয়নি কলেজ কর্তৃপক্ষের তরফে।
অনশণকারীদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে তৃণমূল সরকার! অহিংস আন্দোলনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করা হল কেন? সরকারের অনৈতিক আচরণের তীব্র প্রতিবাদ করছি!
— Aparna Sen (@senaparna) October 21, 2022
জানা যাচ্ছে, রাজ্য সরকার অনুমতি দিলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হবে মেডিকেলকে। তারপরেই নির্বাচন নিয়ে ঘোষনা করতে পারবে কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই লাগাতার অনশনের জেরে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্র। তাকে ভর্তি কথা হয় মেডিকেলের সুপার স্পেশালিটি ব্লকে। আরো নতুন ছাত্রও সামিল হয়েছে অনশনে। সব মিলিয়ে মেডিকেলে পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়ে উঠছে।