গরীব মানুষকে ঠকিয়ে তোলা ৫০ কোটি, পার্থকে সরিয়ে এখন মুখরক্ষার চেষ্টা তৃণমূলের! বিষ্ফোরক অপর্ণা সেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পার্থ চট্টোপাধ‍্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ‍্যায় মামলা ক্রমেই ঘোরালো হয়ে উঠছে। একাধিক তারকা ধিক্কার জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতার কীর্তিকে। টালিগঞ্জের পর বেলঘরিয়া থেকেও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা, দুই জায়গা মিলিয়ে যার মোট পরিমাণ ৫০ কোটির কাছাকাছি! বিষয়টা নিয়ে এবার মুখ খুললেন অপর্ণা সেন (Aparna Sen)।

এতদিন বেশিরভাগ বুদ্ধিজীবীই মুখে কুলুপ এঁটে বসেছিলেন। তবে এবারে বিষয়টা নিয়ে নিজের বক্তব‍্য রাখলেন অপর্ণা। পরপর দুবার দু জায়গা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার পর পার্থ চট্টোপাধ‍্যায়কে মন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছে। অপর্ণার মতে, পার্থকে সরিয়ে দিয়ে মুখরক্ষার চেষ্টা চালাচ্ছে তৃণমূল।


সোশ‍্যাল মিডিয়ায় অপর্ণা লিখেছেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না যে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়ের কাছ থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে যেটা পশ্চিমবঙ্গের গরীব মানুষকে অত‍্যাচার করে তোলা হয়েছে। ক‍্যাবিনেট থেকে পার্থ চট্টোপাধ‍্যায়কে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল। এতে কোনো লাভ হবে না! যাদের ঠকিয়ে টাকাটা নেওয়া হয়েছে তাদের জন‍্যই ব‍্যবহার করা হোক।’

গত শুক্রবার অর্পিতার টালিগঞ্জের ফ্ল‍্যাটে ইডি তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ২১ কোটি টাকা সহ সোনার গয়না। শনিবার দিনই ইডির হাতে গ্রেফতার হন পার্থ অর্পিতা। নিজেদের হেফাজতে রেখে দুজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।

অর্পিতার থেকে পাওয়া তথ‍্য অনুসারে বুধবার বেলঘরিয়ার ফ্ল‍্যাটে হানা দেয় ইডি। বেলঘরিয়ার ক্লাব টাউন আবাসনের ব্লক ৫ এ ফ্ল‍্যাট অর্পিতার। সেই ফ্ল‍্যাটের বেডরুম আর বাথরুমে থরে থরে রাখা প‍্যাকেটবন্দি নগদ টাকা। ইডি সূত্রে খবর, প্রায় ২৮ কোটি নগদ টাকা উদ্ধার করা হয়েছে ওই ফ্ল‍্যাট থেকে। এছাড়াও পাওয়া গিয়েছে প্রচুর সোনার গয়না, সোনার বার যার বাজার মূল‍্য প্রায় চার কোটি টাকা।

এরপর বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে স্থির হয় পার্থ চট্টোপাধ‍্যায়কে মন্ত্রীসভা থেকে অপসারণ করা হবে। দলের শৃঙ্খলারক্ষা কমিটিও একটি বৈঠক করে এদিন, যার পরে জানানো হয় দলের সমস্ত পদ থেকে অপসারণ করে সাসপেন্ড করা হয়েছে পার্থ চট্টোপাধ‍্যায়কে।

সম্পর্কিত খবর

X