রোহিত শর্মা ছাড়াও আরও তিন সোনার মেয়ে পাচ্ছেন রাজীবগান্ধী খেলরত্ন পুরস্কার

বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা এবার পাচ্ছেন দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এর আগে এই সম্মানে ভূষিত হয়েছেন মাত্র তিনজন ক্রিকেটার। তারা হলেন কিংবদন্তি শচীন তেন্ডুলকার, বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বর্তমান ভারত অধিনায়ক তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।

ক্রিকেটার রোহিত শর্মা ছাড়াও এবার যে সমস্ত ক্রীড়াবিদ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন তারা হলেন, টেবিল টেনিস তারকা মানিকা বাত্রা, ভিনেশ ফোগট, প্যারা অলিম্পিয়ান মরিয়প্পন থাঙ্গাভেলু। এছাড়া এই সর্বোচ্চ ক্রীড়া সম্মান পাবেন মহিলা হকি খেলোয়াড় রানি রামপাল।

12748941910a098fbd9d50e849d65f77cda3c252878386134474a60f7cdd2ec6e70e09bd0

ক্রীড়া মন্ত্রকের 12 সদস্যের একটি কমিটি এই পাঁচ জন ক্রীড়াবিদের নাম খেলরত্ন পুরস্কার এর জন্য ঘোষিত করেছে। এই নিয়ে দ্বিতীয়বার এমন হল যেখানে একসঙ্গে এত জন ক্রীড়াবিদ ক্রীড়া ক্ষেত্রে এই সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে ভূষিত হচ্ছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর