তৃণমূল সাংসদকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়া কর্মকর্তা যোগ দিলেন বিজেপিতে! বড় ধাক্কা শাসক শিবিরে

বাংলা হান্ট ডেস্কঃ হুগলিতে তৃণমূল কংগ্রেসে (All India Trinamool Congress) বড়সড় ভাঙন দেখা দিল। হুগলির আরামবাগে তৃণমূল কংগ্রেসের সাংসদ অপরুপা পোদ্দারের নির্বাচনী কর্মকর্তা মিঠুন মল্লিক যোগ দিলেন বিজেপিতে। ওনার সাথে প্রায় ১০০ জন তৃণমূল কর্মীও বিজেপিতে নাম লেখান। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা জানান, দলে দুর্নীতিগ্রস্ত্র নেতারাই বড়বড় পদে বসে রয়েছে।

bjp 4

তিনি বলেন, মমতা ব্যানার্জী যতই বলুক না কেনও, তাঁদের দল থেকে সরানর কোনও কথা উঠছে না। আর এই কারণে তাঁরা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। আরেকদিকে, এই ঘটনার পরিপেক্ষিতে তৃণমূলের জেলা মুখপাত্র জানিয়েছেন, এরা অনেকদিন ধরেই দল বিরোধী কাজ করে চলছিল। তাই এরা দল ছেড়ে যাওয়ায় আমাদের কোনও ক্ষতিই হয়নি।

আরেকদিকে, গত পরশু তৃণমূলের (All India Trinamool Congress) হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারীর গড়ে বিজেপিতে যোগ দেয় ৫০ টি পরিবারের ২০০ জন সদস্য। মোট ২০০ জন সদস্যের মধ্যে ১৫০ জনই তৃণমূলের বলে জানা গিয়েছে। তৃণমূলের শক্তঘাঁটি নন্দীগ্রামে শক্তিবৃদ্ধিতে উচ্ছ্বসিত গেরুয়া শিবির তবে এসবে আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।

বলে দিই, নন্দীগ্রাম জমি আন্দোলনের মধ্যে রাজ্যে ক্ষমতায় আসার জন্য ভীত তৈরি করে নিয়েছিলেন মমতা ব্যানার্জী। এবার সেই নন্দীগ্রাম থেকে তৃণমূল ছেড়ে শয়ে শয়ে কর্মীর বিজেপি যোগ শাসক দলের সমস্যা বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। জানিয়ে দিই, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ২ নম্বর ব্লকে এই যোগদান পর্ব আয়োজন করেছিল বিজেপি। সেখানে ৫০ টি পরিবার থেকে ২০০ জন আজ বিজেপিতে যোগ দেন।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এক কর্মী জানান, আমরা দুর্নীতিতে একাধিকবার অভিযোগ জানিয়েছি, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার স্বদিচ্ছা দেখিনি কারোর মধ্যেই। তিনি জানান, পদক্ষেপ নেবেও বা কি করে? যারা পদক্ষেপ নেবে তাঁরাও তো দুর্নীতিগ্রস্ত। একজনের বিরুদ্ধে পদক্ষেপ নিলে নিজের হাটের হাড়ি না ভেঙে যায়, সেই ভয়ে আর কেউ দুর্নীতি দমনের কথা বলেন না।

আমফান দুর্নীতিতে একাধিকবার মেদিনীপুরের তৃণমূল নেতাদের নাম উঠে এসেছে। এমনকি স্থানীয় বাসিন্দা প্তহ অবরোধ করেও প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু তাতে কোনও প্রতিকার হয়নি। উল্টে তৃণমূল নেতাদের হুমকি শুনতে হয়েছে তাঁদের। এছাড়াও পূর্বমেদিনীপুরে শাসক দল গোষ্ঠীদ্বন্দ্বেও জেরবার। আর সবথেকে বড় বিষয় হল, তৃণমূলের দাপুটে নেতা তথা বিধায়ক এবং রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীও ধীরে ধীরে দল থেকে দুরত্ব বাড়াচ্ছেন, আর এই কারণে মেদিনীপুরে তৃণমূলের এই ভাঙন বলে মতো বিশেষজ্ঞদের।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর