সাগরদিঘিতে হারের পর বিস্ফোরক তৃণমূল সাংসদ! দায় চাপালেন দলের নেতা, মন্ত্রীদের উপর

বাংলাহান্ট ডেস্ক : সাগরদিঘির (Sagardighi) উপনির্বাচনের (Bi Election) ফল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল (All India Trinamool Congress) সাংসদ (MP) অপরুপা পোদ্দার (Aparupa Poddar)। এমনিতেই সাগরদিঘির ফল প্রকাশের পর সামনে আসছে শাসকদলে অন্তর্ঘাতের অভিযোগ। এবার সেই অভিযোগে নতুন মাত্রা যোগ করলেন তৃণমূল সাংসদ অপরূপা। সাংসদ নাম না করে এক মন্ত্রীকে দোষারোপ করেছেন ফেসবুক পোস্টের মাধ্যমে। অপরূপার মতে, এক মন্ত্রীর অপকর্মের ফলেই দলের ভরাডুবি হয়েছে।

সাগরদিঘিতে তৃণমূলের পরাজয় পর্যালোচনা করতে গিয়ে সাংসদ লিখেছেন, “দলেরই মীরজাফর সাগরদিঘিতে একাই সেমসাইড গোল করেছে। আমাদের লাল কার্ড দেখতে হয়েছে দলের কিছু বড় মন্ত্রীর অপকর্মের কারণে। কিছু বড় নেতা যারা মাঠের বাইরে রয়েছেন তারা এখনো বক্তব্য দিচ্ছেন। এর ফলে ক্ষতি হচ্ছে দলের।” পাশাপাশি সিপিআইএম ও কংগ্রেসকে এক মঞ্চে রেখে অপরূপা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন দলের একাংশকে নিয়ে।

   

অপরূপার লেখায় উঠে আসে সাচার কমিটির রিপোর্ট প্রসঙ্গ। এই প্রসঙ্গে তিনি লেখেন,”ভারতের ৭০ বছর ধরে কংগ্রেস সরকার ও বাংলার ৩৫ বছর ধরে বাম সরকার বোকা বানিয়েছে মুসলমানদের, এই কারণে কংগ্রেসের সরকার সাচার কমিটি নিযুক্ত করেছিল। মুসলিমদের জন্য ৩৫ বছরে সিপিএম কি করেছিল? ২০০৯ সাচার কমিটির রিপোর্ট বেরিয়েছে। সেই কমিটির রিপোর্ট অধীর রঞ্জন চৌধুরী কি অস্বীকার করতে পারেন?”

অপরূপার মতে পশ্চিমবঙ্গে বিরোধী জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে স্তব্ধ করার জন্য তৈরি হয়েছে। তাঁর কথায়, যাঁরা বিজেপির সঙ্গে আঁতাত করে দলকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা কোনওদিনও সফল হবে না। কেন্দ্রকে বলে ১০০ দিনের কাজ ও আবাস যোজনা টাকা বন্ধ করে দিয়েছে বিরোধী দলনেতা। সাংসদ অপরূপা এক মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও তিনি যে সর্বোপরি দলনেত্রীর প্রতি ভরসা রেখেছেন সেই কথা স্পষ্ট তার লেখা থেকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর