বাংলাহান্ট ডেস্ক : অডিও পণ্যের বাজারে নিজেদের দখলদারি বাড়াতে অ্যাপেল (Apple) লঞ্চ করল বিটসের নতুন ব্লুটুথ স্পিকার। ২০১২ সাল অ্যাপেল কোম্পানি অধিগ্রহণ করে বিটস। এরপর ২০১৫ সালে তারা বাজারে নিয়ে আসে অ্যাপেল পিল+ স্পিকার। সম্প্রতি অ্যাপেল বাজারে নিয়ে এসেছে নতুন বিটস পিল স্পিকার। ম্যাট ব্ল্যাক, স্টেটমেন্ট রেড ও শ্যাম্পেন গোল্ড, এই ৩টি রঙে উপলব্ধ এই ব্লুটুথ স্পিকার।
এই স্পিকারে থাকছে ২৪ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ। আবার এই স্পিকারটিকে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে। আগের মডেলের তুলনায় বিটস পিল স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেশি শক্তিশালী। অ্যাকোস্টিক আর্কিটেকচারে ডিজাইন করা এই স্পিকার শ্রোতাদের দেবে শক্তিশালী ও নিমজ্জিত সাউন্ড কোয়ালিটির অভিজ্ঞতা। সংস্থা দাবি করেছে, স্পিকারে দেওয়া উফার 28 শতাংশ বেশি মোটর ফোর্স এবং 90 শতাংশ বেশি বায়ু ভলিউম স্থানচ্যুত করতে সক্ষম।
আরোও পড়ুন : রেশন নিয়ে কালোবাজারির অভিযোগ! মহিলাকে জুতোর মালা পরিয়ে উচিত শিক্ষা দিলেন গ্রামবাসীরা
এই প্রযুক্তির ফলে স্পিকারটির বেস্ আরো চমৎকার অভিজ্ঞতা দিতে সক্ষম। সংস্থা দাবি করেছে, এই স্পিকার একবার ফুল চার্জ করলে ২৪ ঘন্টা পর্যন্ত ননস্টপ মিউজিক এক্সপেরিয়েন্স দিতে পারে। এছাড়াও এই স্পিকারের অন্যতম একটি বৈশিষ্ট্য হল ব্যবহারকারীরা এটিকে পাওয়ার ব্যাংক হিসাবেও ব্যবহার করতে পারবেন। ইউএসবি টাইপ C কেবলের সাহায্যে চার্জ দেওয়া যাবে মোবাইল ফোন।
অ্যাপেল কোম্পানি বিটস পিল স্পিকারটি আইপি67 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং সহ বাজারে লঞ্চ করেছে। IOS এবং Android ডিভাইসের সাথে সংযুক্ত করা যাবে এই স্পিকারটিকে। এছাড়াও এতে রয়েছে ক্লাস 1 ব্লুটুথ সংযোগ যা কল কানেক্টিভিটি দিতে সক্ষম। বিটস পিলের দাম রাখা হয়েছে $149.99 (প্রায় 12,500 টাকা)। আগামী ২৭শে জুন থেকে আমেরিকা ও অন্যান্য দেশের বাজারে আসতে চলেছে এই স্পিকার।