বাংলা হান্ট ডেস্ক: মোবাইলপ্রেমীদের পছন্দের তালিকায় একদম প্রথমসারিতে থাকে iPhone। তবে, এবার iPhone প্রস্তুতকারী সংস্থা Apple একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই সংস্থার তরফে iPhone-এর জন্য iOS 16.4 আপডেট প্রকাশ করা হয়েছে। এমতাবস্থায়, এই আপডেটে একাধিক পরিবর্তনও করা হয়েছে। মূলত, এই আপডেটটি iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং 14 Pro Max-এ ক্র্যাশ ডিটেকশনকে আরও বেশি অপ্টিমাইজ করে। পাশাপাশি, এই আপডেটের পরে ইউজার এক্সপেরিয়েন্স আরও দুর্দান্ত হবে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে আপনি যদি iOS 16.3.1 ব্যবহার করে থাকেন, তাহলে আপনি সহজেই এটি আপডেট করতে পারবেন। iOS 16.4 আপডেটের সাইজ প্রায় 1.8 GB। কিন্তু আপনি যদি iOS 16-এর পুরানো সংস্করণ ব্যবহার করেন সেক্ষেত্রে এই আপডেটটি 5 GB-র মতো বড় হতে পারে। ব্যবহারকারীরা এই নতুন আপডেট ডাউনলোড করতে Wi-Fi নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন। তবে, Wi-Fi নেটওয়ার্কের সুবিধা না থাকলে আপনি সহজেই 5G নেটওয়ার্কে এটি ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন।
কিভাবে আপডেট করতে হবে:
১. iOS 16.4 ডাউনলোড করতে প্রথমে আপনার ফোনের সেটিংসে সফ্টওয়্যার অপশনে গিয়ে অটোমেটিক আপডেট অপশনটি অ্যাক্টিভেট করতে হবে।
২. এরপর, আপনি “Update Now” অপশনটি দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন।
৩. এর আগে নিশ্চিত হয়ে নিন যে, আপনার ফোনটি Wi-Fi নেটওয়ার্ক বা 5G নেটওয়ার্কের সাথে সংযুক্ত আছে কি না।
৪. পাশাপাশি, iOS 16.4 ডাউনলোড করার আগে, এটাও দেখে নিন যাতে আপনার ফোনের ব্যাটারি 50 শতাংশের বেশি থাকে।
২১ টি নতুন ইমোজি: মূলত, iOS 16-কে স্থিতিশীল করতে Apple এই আপডেটটি প্রকাশ করেছে। এই আপডেটে আপনি 21 টি নতুন ইমোজি পাবেন। এগুলি কিবোর্ডের মাধ্যমে সহজেই অ্যাক্সেস করা যায়। এর পাশাপাশি, নতুন আপডেটের ফলে আপনি হোম স্ক্রিনে সহজেই ওয়েব অ্যাপ নোটিফিকেশনকে যুক্ত করতে সক্ষম হবেন।
পাশাপাশি, এই আপডেটের ফলে ভয়েস আইসোলেশনের মাধ্যমে আপনি কলের মানও উন্নত করতে সক্ষম হবেন। এই ফিচার্সের সাহায্যে ব্যবহারকারীর ভয়েসকে প্রাইমারি সোর্স হিসেবে রেখে চারপাশের ভয়েস বন্ধ করা যেতে পারে। এছাড়াও, iPhone এবার iCloud-এ শেয়ার ফটো লাইব্রেরিতে ডুপ্লিকেট ফটো এবং ভিডিও শনাক্ত করতে পারবে। পাশাপাশি, এখন ম্যাপের জন্য ভয়েস ওভার সাপোর্ট পাওয়া যাবে।