Apple-কে আসল দাপট দেখাল ভারত! তৈরি হল নজির, “হাঁ” করে তাকিয়ে থাকল চিন

বাংলা হান্ট ডেস্ক: সমগ্র বিশ্বজুড়েই Apple-এর প্রোডাক্টগুলি যথেষ্ট পছন্দ করেন টেক প্রেমীরা। কিন্তু, এবার Apple ভারতে ফের চমক দেখিয়েছে। শুধু তাই নয়, এই পরিসংখ্যানে চিন অনেকটাই পিছিয়ে গিয়েছে। মূলত, Apple এমন একটি রিপোর্ট পেশ করেছে যেখানে তারা কানাডা, মেক্সিকো, ফ্রান্স, জার্মানি, UK এবং ভারতের নাম অন্তর্ভুক্ত করেছে। এদিকে, সামগ্রিক বিষয়টি Apple-এর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গত বছর Apple-এর বিক্রি কমে গিয়েছিল। কিন্তু এখন আবার বিক্রির পরিসংখ্যান ট্র্যাকে ফিরে আসছে।

ভারতে নজির তৈরি করল Apple:

জানিয়ে রাখি যে, গত বছরের তুলনায় Apple-এর আয় বেড়েছে। ওই আয়ের ক্ষেত্রে ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ইন্দোনেশিয়া, ভারত এবং ফিলিপিন্সেও বিক্রির ঊর্ধ্বগতি দেখা গেছে। এদিকে, আমরা যদি চিনের কথা বলি সেক্ষেত্রে সেখানে বিক্রির পরিসংখ্যান কমে গিয়েছে। তবে, এর পেছনে একটি কারণও রয়েছে। কারণ একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, চিনারা অন্যান্য স্মার্টফোনকে বেশি পছন্দ করছেন। যেগুলির মধ্যে তাদের নিজস্ব চিনা কোম্পানির স্মার্টফোনও রয়েছে।

Apple has created a new record in India.

মূল কারণ: চিনে Apple-এর বিক্রি কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে যে, দেখা গেছে, চিনা কোম্পানিগুলি নতুন প্রযুক্তি নিয়ে দ্রুত কাজ করছে। উদাহরণস্বরূপ, Oppo বাজারে স্যাটেলাইট নেটওয়ার্ক সমর্থনকারী ফোনগুলি চালু করেছে এবং Xiaomi-র মতো ব্র্যান্ডগুলিও এই বিষয়ে ক্রমাগত কাজ করছে। এদিকে, অন্যান্য চিনা কোম্পানিও একই ধরণের ফোন লঞ্চ করেছে। যেখানে Apple এক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে।

আরও পড়ুন: এবার বিরাট ঝটকা খাবে Jio-Airtel! এই শহরগুলিতে মিলবে BSNL-এর 5G পরিষেবা, চলছে প্রস্তুতি

বিনামূল্যে স্যাটেলাইট সার্ভিস: চিনের কিছু কোম্পানি ইতিমধ্যেই বিনামূল্যে স্যাটেলাইট নেটওয়ার্ক অ্যাক্সেস দিচ্ছে। ব্যবহারকারীদের কাছে নির্বাচিত কোম্পানির ফোন থাকলে তারা বার্তা পাঠিয়ে স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। যেখানে Huawei Pura 70 Ultra, Huawei Pura 70 Pro+, Huawei Mate 60 Pro, Honor Magic 6 Ultimate, Honor Magic 6 Pro, Xiaomi 14 Ultra, Oppo Find X7 Ultra, Vivo X100 Ultra অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: এখনই হন সতর্ক! এবার কয়েক কোটি টাকার জরিমানার সম্মুখীন HDFC Life, কড়া অ্যাকশন IRDAI-র

ভারতে Apple-এর ইতিবাচক ফলাফল: এদিকে, ভারতের কথা বললে, আমাদের দেশে Apple-এর প্রোডাক্টগুলি অত্যন্ত জনপ্রিয়। কারণ স্যাটেলাইট মোবাইল নেটওয়ার্ক এখনও ভারতে উপলব্ধ নয়। তবে, সংস্থাগুলি এটি নিয়ে ক্রমাগত কাজ করছে। তাই ভারতীয়দের স্মার্টফোন কেনার ধরণ আলাদা। আর এই কারণেই ভারতে ইতিবাচক ফলাফল করেছে Apple।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর