বাংলাহান্ট ডেস্ক : আইফোন (iPhone) বাঁচাচ্ছে সৈনিকের প্রাণ! বাস্তবে কি এটাও সম্ভব? সম্প্রতি আইফোন 11 প্রো সম্পর্কিত একটি ভিডিও ভাইরাল হতেই তেমনই ইঙ্গিত মিলেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অ্যাপলের এই স্মার্টফোনটি এক সৈনিকের জীবন বাঁচিয়েছে। দেশের জন্য যুদ্ধে লড়াই করা ওই সৈনিকের ব্যাগে থাকা আইফোনটি তাঁকে গুলি লাগার হাত থেকে বাঁচায়।
প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন 11 প্রো যে কতখানি টেকসই তারই প্রমাণ মিলল সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে। অতীতেও অবশ্য অ্যাপলের স্মার্টফোন কতটা শক্তিশালী তা বোঝার জন্য অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে । এইবার, এই ফোন যে কতখানি টেকসই তারই প্রমাণ পাওয়া গেলো বাস্তব জীবনে। যুদ্ধক্ষেত্রে এই ফোনটি শক্তি পরীক্ষায় স্টার নম্বর পেয়েছে। ব্যাগে রাখা আইফোন 11 প্রো যুদ্ধরত এক সৈনিকের জীবন বাঁচিয়েছে।
রেডডিটে পোস্ট করা এই ভিডিওতে একজন ইউক্রেনীয় সৈনিককে যুদ্ধক্ষেত্রে তার দেশের জন্য লড়াই করতে দেখা যাচ্ছে এবং তার ব্যাকপ্যাকে রাখা তার তিন বছরের আইফোন 11 প্রো তাকে গুলির হাত থেকে বাঁচিয়েছে। সৈনিকের ব্যাগে এই ফোনটি না থাকলে সে হয়তো আজ আর এই পৃথিবীতেই থাকত না। ভাইরাল হওয়া এই ভিডিওতে আইফোন 11 প্রো কীভাবে একজন সৈনিকের জীবন বাঁচিয়েছে তা দেখা যাচ্ছে।
Iphone saved the life of a #Ukrainian soldier
The bullet hit the smartphone, which extinguished its speed and prevented the soldier from getting injured. pic.twitter.com/zRh3Kj5pSX
— NEXTA (@nexta_tv) July 17, 2022
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে, একজন সৈনিক তার ব্যাগ থেকে ক্ষতিগ্রস্ত আইফোন 11 প্রো বের করছেন। ব্যাগপ্যাকে রাখা এই ফোনে বুলেট আটকে আছে। ভিডিওতে খুব বেশি স্পষ্ট করে বোঝা না গেলেও, এটা বুঝতে অসুবিধা হয় না যে আইফোন 11 প্রো যদি ব্যাগে না থাকত তবে বুলেটটি সৈন্যকে অতিক্রম করে যেত এবং তার মৃত্যু হতে পারতো। সবমিলিয়ে অ্যাপেলের আইফোন যে কতখানি টেকসই তার আবারও প্রমাণ হয়ে গেল।