পাত্তা পাবে না Samsung, OnePlus! iPhone 15 তে যা ফিচার্স দেবে Apple, ঘুম উড়বে সবার

বাংলাহান্ট ডেস্ক : খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে অ্যাপেল (Apple) এর লেটেস্ট মডেল। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই লঞ্চ হবে  আইফোন ১৫ (iPhone 15) সিরিজ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সিরিজের ডিভাইসগুলির মুখ্য বৈশিষ্ট্য। সূত্রের খবর, ভারতে এই ফোনের দাম হতে পারে ৮৯,৯০০ টাকা।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিরিজের বেশ মডেল অর্থাৎ iPhone 15 এর রেন্ডার। আর তারপর থেকেই শুরু হয়েছে চর্চা। জানা যাচ্ছে, গত বছর লঞ্চ হওয়া iPhone 14 pro এর বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে এই মডেলে। যদিও কোম্পানির তরফে এখনও কিছু জানানো হয়নি। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ফিচার গুলি থাকবে এই ফোনে।

iphone 15

জল্পনা যদি সত্যি হয় তাহলে আইফোন ১৫ মডেলটি ডায়নামিক আইল্যান্ড ফিচার পেতে পারে। অর্থাৎ এই ফোনে থাকতে পারে পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন। এই ডিজাইনটি এখনও পর্যন্ত কেবলমাত্র আইফোন ১৪ প্রো সিরিজে সীমাবদ্ধ। তবে চলতি বছর লঞ্চ হওয়া নতুন সিরিজের বেশ মডেলে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে এই কোম্পানি।

আইফোন ১৫ সিরিজের বেশ মডেলে থাকতে পারে ম্যাট ফিনিসটেড গ্লাস ব্যাক প্যানেল। রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৫ সিরিজের সব মডেলেই থাকবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। যদিও আগের সিরিজের প্রো মডেলগুলি ক্যামেরার দিক থেকে অনেকটাই এগিয়েছিল।

শোনা যাচ্ছে, আইফোন ১৫ সিরিজে অ্যাপেল লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করা হবে। আসলে কয়েকদিন আগেই ইউরোপিয়ান ইউনিয়ন ২০২৪ সালের মধ্যে সমস্ত মোবাইল ফোন, ট্যাবলেট এবং ক্যামেরার জন্য এই একই রকম চার্জিং পোর্ট ব্যবহার করা বাধ্যতামূলক করেছে। আর সেই নিয়মেই এবার হাঁটতে চলেছে অ্যাপেল।

Avatar
additiya

সম্পর্কিত খবর