হাঁ করে তাকিয়ে দেখবে চিন! টাটা গ্রুপের সাথে হাত মিলিয়ে ভারত কাঁপাবে Apple, মিলল বিরাট তথ্য

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি বছরের শেষ নাগাদ Apple ভারতে তাদের চতুর্থ iPhone প্ল্যান্ট খুলতে চলেছে। বিজনেস স্ট্যান্ডার্ডের এক রিপোর্টে বলা হয়েছে, Apple-এর প্রধান কনট্র্যাক্ট ম্যানুফ্যাকচারার টাটা ইলেকট্রনিক্স আগামী নভেম্বরে উৎপাদন শুরু করতে চলেছে।

ভারতের মাটিতে ঝড় তুলবে Apple:

জানিয়ে রাখি যে, টাটা ইলেকট্রনিক্স তাইওয়ানের EMS কোম্পানি উইস্ট্রনের ইউনিট অধিগ্রহণ করার পরে তামিলনাড়ুর হোসুরের কারখানাটিকে তার দ্বিতীয় iPhone অ্যাসেম্বলি প্ল্যান্ট হিসেবে ব্যবহার করবে। এদিকে, ওই রিপোর্টে বিষয়টির সাথে জ্ঞাত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “এই ২৫০ একরের প্ল্যান্ট থেকে iPhone লঞ্চ করার প্রস্তুতি পুরোদমে চলছে। যেখানে তিন বছরের আগে থেকেই টাটা একটি কম্পোনেন্ট কারখানা স্থাপন করেছে।”

Apple is planning big with Tata Group.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টাটা ইলেকট্রনিক্স এই প্ল্যান্টে ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। পাশাপাশি, আরও একটি বড় আপডেট জানা গিয়েছে। অনুমান করা হচ্ছে যে, এই কারখানায় কর্মচারীদের মধ্যে ৫০ শতাংশই মহিলা কর্মচারী থাকবেন।

আরও পড়ুন: আম্বানি-আদানি-টাটার মধ্যে কে দেন সবথেকে বেশি ট্যাক্স? সামনে এল অবাক করা পরিসংখ্যান

নতুন প্ল্যান্ট সাপ্লাই চেইনকে শক্তিশালী করবে: রিপোর্ট অনুযায়ী, এই নতুন প্ল্যান্ট Apple-কে তার সাপ্লাই চেনকে স্থানীয় করতে সাহায্য করবে এবং টাটার সাথে তার অংশীদারিত্ব আরও জোরদার করবে। উল্লেখ্য যে, Apple ভারত থেকে শুরু করে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং অন্যান্য দেশে অ্যাসেম্বলি এবং কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং পার্টনারদের সাথে কাজ করে চিনের বাইরেও তার কার্যক্রম প্রসারিত করছে।

আরও পড়ুন: ৯৯ শতাংশ জন হয়েছেন ব্যর্থ! ৮ সেকেন্ডের মধ্যে ছবিতে লুকিয়ে থাকা শিয়ালটিকে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

২০১৭ সালে ভারতে iPhone উৎপাদন শুরু হয়: জানিয়ে রাখি যে, ভারতে Apple-এর iPhone উৎপাদন ২০১৭ সালে শুরু হয়েছিল। ডিভাইসটির প্রস্তুতকারী সংস্থা ফক্সকন চেন্নাইয়ের কাছে শ্রীপেরামবুদুরে iPhone SE তৈরি শুরু করেছিল। পরবর্তী বছরগুলিতে, নতুন iPhone মডেলগুলি “মেড ইন ইন্ডিয়া” ছিল। যেগুলি Apple-এর তিন কনট্র্যাক্ট পার্টনারস ফক্সকন, উইস্ট্রন এবং পেগাট্রন দ্বারা রপ্তানি করা হয়। এদিকে, গত বছরের অক্টোবরে, টাটা গ্রুপ ১২.৫ কোটি ডলারে উইস্ট্রনের কারখানাটি কিনেছিল। তারপর থেকে Apple তার লোকাল ভেন্ডর নেটওয়ার্ক ডেভেলপমেন্টের মাধ্যমে তার ইকোসিস্টেমকে প্রসারিত করে চিনের ওপর ক্রমশ নির্ভরশীলতা হ্রাস করছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর