প্রায় ৩০ হাজার চীনা অ্যাপ বন্ধ করে দিল অ্যাপেল, রয়েছে ২৬ হাজারের বেশি গেম

বাংলাহান্ট ডেস্কঃ চীনের (china) তৈরি ২৯ হাজার ৮০০ অ্যাপ (app) ডিলিট করবার সিদ্ধান্ত নিল টেক জায়ান্ট অ্যাপেল (apple)। যার মধ্যে ২৬ হাজারের ও বেশি গেম রয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে বৈধ লাইসেন্স না থাকার কারনেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে মার্কিন সংস্থাকে।

images 7 29

এর আগে অ্যাপেল চীনা সংস্থা গুলিকে জুলাই মাসের শেষ পর্যন্ত সময় সীমা বেঁধে দিয়েছিল সরকারি লাইসেন্স প্রদর্শনের জন্য। লাইসেন্স প্রদর্শন না করতে পারায় বন্ধ করে দেওয়া হয়েছে সংস্থা গুলির৷ অ্যাপ।

প্রসঙ্গত চীনা সংস্থা গুলির নির্মিত অ্যাপ গুলি বেশির ভাগের বিরুদ্ধেই নিয়ম না মানার অভিযোগ রয়েছে। বার বার সতর্ক করা সত্ত্বেও তারা সেই সব ত্রুটি শোধরায় নি। এবার তাই কড়া পদক্ষেপ নিতে হল অ্যাপেলকে।

এর আগে, গত ২৯ জুন চীনের (china) অ্যাপে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)। তথ্যপ্রযুক্তি আইনের 69 ধারা ব্যবহার করে এই অ্যাপ গুলিতে নিষিদ্ধ করা হয় এবং সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যাতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার প্রশ্নে বিপদজনক এই চিনা অ্যাপগুলি

সম্পর্কিত খবর