iPhone 14 এর পর এবার ভারতেই তৈরি হবে AirPods! বড় সিদ্ধান্ত Apple-র

বাংলাহান্ট ডেস্ক : অ্যাপেল কোম্পানির উৎপাদন নিয়ে এবার চীনকে কড়া বার্তা দিল কেন্দ্রীয় প্রযুক্তি মন্ত্রক। বেজিং কে রীতিমতো হুঁশিয়ারির সুরে জানানো হয়েছে এবার থেকে অ্যাপেল এয়ার পডও উৎপন্ন করা হবে ভারতের মাটিতে। গত সেপ্টেম্বরে অ্যাপল এর লেটেস্ট আইফোন ফোরটিন লঞ্চ হয়। কোম্পানির তরফ থেকে জানানো হয় ভারতে অতি শীঘ্রই এই লেটেস্ট মডেল উৎপাদন শুরু করা হবে। কিন্তু সাম্প্রতিক এক রিপোর্ট থেকে জানা গেছে অ্যাপেল কোম্পানি ভারতের মাটিতে এয়ারপডও নির্মাণ করতে ইচ্ছুক।

Foxconn নামের একটি সংস্থা সারা পৃথিবী জুড়ে প্রোডাক্ট উৎপাদন করতে সাহায্য করে অ্যাপেলকে। জানা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর মাস থেকে চেন্নাইয়ের কারখানায় শুরু হয়ে যাবে আইফোন ফোরটিনের উৎপাদন। এরপর মেড ইন ইন্ডিয়া iphone পৌঁছে যাবে দেশের প্রতিটি নাগরিকের হাতে। এমনকি ভারতের উৎপন্ন আইফোন বিদেশের বাজারেও রপ্তানি করা হবে।

চীনে কারখানা গুলিতে সাম্প্রতিক সময় দেখা যায় উৎপাদন ঘাটতি । তাই বিকল্প ব্যবস্থা হিসেবে ভারতের মাটিতে আইফোন নির্মাণ করার কথা ভাবে মার্কিন এই টেক জায়েন্ট সংস্থাটি। অ্যাপেলের পক্ষ থেকে বলা হয়েছে, “যুগান্তকারী কিছু ফিচার ও অসাধারণ নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আইফোন ফরটিন এ। আইফোন ফরটিন ভারতের মাটিতে উৎপাদন করতে পেরে আমরা আনন্দিত।”jpg 20221011 130614 0000

আইফোনের পাশাপাশি, ভারতের কারখানা AirPods ও Beats হেডফোনও উৎপাদন করার চিন্তা ভাবনা করছে কোম্পানি। দিল্লি মনে করছে অ্যাপলের এইভাবে ভারতের মাটিতে কারখানা প্রতিস্থাপন ভবিষ্যতে বিদেশী বিনিয়োগ টানতে সাহায্য করবে।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর