মেক ইন ইন্ডিয়াকে বুস্ট করবে ‘অ্যাপেল’ , চীনকে ছাপিয়ে ৫ বছরেই ৪০ বিলিয়ন ডলারের ফোন রপ্তানি করবে ভারত

বাংলাহান্ট ডেস্কঃ চীন(china) থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে ভারতে ( india) নিয়ে আসতে চলেছে মার্কিন বহুজাতিক সংস্থা ‘ অ্যাপেল’ (apple)। জানা যাচ্ছে, আগামী ৫ বছরে ৪০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ফোন তৈরি হবে ভারতে। সেই লক্ষ্য সফল হলে ভারত বিশ্বের বৃহত্তম আইফোন রপ্তানি কারক দেশ হবে।

 

আগামী ১ বছরের মধ্যে তাঁদের কোম্পানীর অর্ধেক, অর্থাৎ চীন থেকে অ্যাপেলের প্রোডাকশন ক্ষমতার ২০ শতাংশ ভারতে নিয়ে আসতে চাইছে। পাশাপাশি এই কোম্পানী ভারতে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের মোতাবেক নিজেদের ম্যানুফ্যাকচারিং রেভিনিউ আগামী ৫ বছরের মধ্যে ৪০ আরব ডলার করতে চায়। অ্যাপেলের সিনিয়ার এক্সিকিউটিভ এবং বরিষ্ট সরকারী আধিকারিকদের মধ্যে এই বিষয় নিয়ে গত কয়েক মাস ধরে বিভিন্ন বৈঠক হয়েছে।

বরিষ্ট সরকারী আধিকারিক জানিয়েছেন, ‘অ্যাপেল দেশে কন্ট্রাক ম্যানুফ্যাকচারিং বিস্ট্রন এবং ফস্ককোনের দ্বারা স্মার্টফোনের প্রোডাকশন বাড়িয়ে ৪০ আরব ডলার করতে পারবে। কোম্পানী PLI- স্কীমের মাধ্যমে ইন্সেন্টিভ নেবে। এবং বেশি পরিমাণে রপ্তানি করতে পারবে।’

ভারতে মাত্র ১.৫ মার্কিন ডলার অ্যাপেলের বিক্রি হয়। কিন্তু অপর দিকে চীনে প্রায় ২২০ মার্কিন ডলারের উৎপাদন হয়, এবং তাঁর মধ্যে থেকে ১৮৫ মার্কিন ডলার রপ্তানি করে। চীনে অ্যাপেলের কর্মকাণ্ডের জন্য ৪৮ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করে। আবার গ্লোবাল হ্যান্ডসেট রপ্তানিতে অ্যাপেলের মার্কেট শেয়ার ৩৮ শতাংশ এবং ২২ শতাংশ শেয়ার আছে স্যামসং-র।

সম্পর্কিত খবর