বাংলা হান্ট ডেস্ক: এবার বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থা Apple-এর কাছ থেকে বড়সড় ধাক্কা খেল চিন (China)। জানা গিয়েছে, এবার Apple তার পণ্যগুলিতে চিনের ইয়াংজি মেমোরি টেকনোলজি কোম্পানি (YMTC)-র মেমরি চিপ ব্যবহার করার পরিকল্পনা স্থগিত করেছে। ইতিমধ্যেই সূত্রের তরফে নিক্কেই এশিয়াকে এই তথ্য জানানো হয়েছে। এদিকে, Apple এমন এক সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র চিনা প্রযুক্তির সেক্টরে রপ্তানি-সংক্রান্ত নিয়ন্ত্রণ আরোপ করছে।
পাশাপাশি, সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, Apple ইতিমধ্যেই iPhone-এ ব্যবহারের ক্ষেত্রে YMTC-র 128-লেয়ার 3D NAND ফ্ল্যাশ মেমরির প্রামাণ্য তথ্য পাওয়ার জন্য কয়েক মাস ধরে একাধিক প্রক্রিয়া সম্পন্ন করেছে। তবে, এখন এই চিপস ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
মার্কিন সরকারের চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে: প্রকৃতপক্ষে NAND ফ্ল্যাশ মেমরি এমন একটি প্রধান ডিভাইস যা স্মার্টফোন এবং ব্যক্তিগত কম্পিউটার থেকে শুরু করে একদম সার্ভার পর্যন্ত সমস্ত ইলেকট্রনিক ডিভাইসে পাওয়া যায়। এমতাবস্থায়, YMTC’s 128-লেয়ার চিপগুলি হল চিনা প্রস্তুতকারকদের মধ্যে তৈরি সবচেয়ে উন্নত চিপ। যদিও, সেটি এখনও স্যামসাং ইলেকট্রনিক্স এবং মাইক্রোনের মতো বাজারের লিডার্সদের থেকে এক বা দুই জেনারেশন পিছনে রয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে, সাপ্লাই চেন কর্মকর্তারা জানিয়েছেন যে, অ্যাপল মূলত এই বছরের শুরুতে চিনা সরকার থেকে অর্থ প্রাপ্ত YMTC-র চিপগুলি ব্যবহার শুরু করার পরিকল্পনা করেছিল। কারণ সেগুলি অন্যদের তুলনায় কমপক্ষে প্রায় ২০ শতাংশ সস্তা। যদিও সূত্র অনুযায়ী, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক চাপ এবং আমেরিকান নীতি নির্ধারকদের বক্তব্যের কারণে Apple এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
চিনা কোম্পানি YMTC-কে অযাচাইকৃত তালিকায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন গত ৭ অক্টোবর তথাকথিত অযাচাইকৃত তালিকায় YMTC-কে রেখেছে। এদিকে জানা গিয়েছে যে, YMTC চিপগুলি প্রাথমিকভাবে শুধুমাত্র চিনা বাজারে বিক্রি হওয়া iPhone-এর জন্য ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল। পাশাপাশি, সূত্র আরও জানিয়েছে যে, Apple, YMTC থেকে সমস্ত iPhone-এর জন্য প্রয়োজনীয় NAND ফ্ল্যাশ মেমরির ৪০ শতাংশ পর্যন্ত কেনার কথাও বিবেচনা করেছিল।
এদিকে, চলতি বছরের শুরুতেই, Apple ভারতে iPhone 13-এর উৎপাদন শুরু করে চিনকে চমকে দিয়েছিল। পাশাপাশি, এখন iPad ট্যাবলেটের যন্ত্রাংশ অ্যাসেম্বল করার পরিকল্পনাও করছে সংস্থা। এই প্রসঙ্গে এক প্রতিবেদনে বলা হয়েছে যে, এপ্রিল থেকে পাঁচ মাসে ভারত থেকে iPhone রপ্তানির পরিমান ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।