বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) একটি জনপ্রিয় সরকারি প্রকল্প হল Ladli Bahna Yojana। এমতাবস্থায়, এবার এই প্রকল্পের প্রসঙ্গেই বড়সড় সুখবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই এই প্রকল্পে আবেদনকারীদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি হিসেবে ১,০০১ টাকা পৌঁছে গেছে। তবে এবার সংশ্লিষ্ট রাজ্য সরকার Ladli Bahna Yojana-য় ৫,০০০ টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, এর জন্য একটি বিশেষ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। যেখানে আগামী ৫ জুলাই পর্যন্ত অংশগ্রহণ করা যাবে।
মূলত, Ladli Bahna Yojana-র অধীনে মহিলাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছানোর পরে, এখন একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। যাতে তাঁরা অংশগ্রহণ করতে পারবেন। আসলে তাঁদের জানাতে হবে যে, তাঁরা যে ১,০০০ টাকা পেয়েছেন সেটি তাঁরা কিভাবে ব্যবহার করেছেন। অর্থাৎ, যাঁরা সবথেকে ভালোভাবে ওই অর্থ ব্যবহার করবেন তাঁদের ৫,০০০ টাকা দেওয়া হবে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের চালু করা এই স্কিমের মধ্যে প্রায় ১.২৫ কোটি মহিলা অন্তর্ভুক্ত রয়েছেন। এই স্কিমের সাথে জড়িত মহিলাদের জন্য মহিলা ও শিশু কল্যাণ বিভাগ দ্বারা এমপি মাই ভিলেজ প্রতিযোগিতা শুরু হয়েছে। যেখানে জানাতে হবে যে, এই স্কিমের আওতায় প্রাপ্ত ১,০০০ টাকা কিভাবে ব্যবহার করা হল এবং তাতে কি লাভ হল! এমতাবস্থায়, এই প্রতিযোগিতায় জয়ী মহিলারা পাবেন ৫,০০০ টাকা।
এইভাবে প্রতিযোগিতায় অংশ নিন:
১. এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলাদের প্রথম কিস্তিতে প্রাপ্ত অৰ্থ কিভাবে খরচ করা হল তা বিস্তারিতভাবে লিখতে হবে।
২. পাশাপাশি, আবেদনপত্রে Ladli Bahna Yojana-র রেজিস্ট্রেশন নম্বরও লিখতে হবে।
৩. এমতাবস্থায়, যদি ওই খরচের বিষয়টি সমাজকে অনুপ্রাণিত করে, সেক্ষেত্রে তাঁকে ৫,০০০ টাকা পুরষ্কৃত করা হবে।
৪. www.mp.mygov.in-এই লিঙ্কের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
৫. পুরস্কারের অর্থ অনলাইনে Ladli Bahna Yojana-র অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।
৬. শুধুমাত্র সেই মহিলারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, যাঁরা Ladli Bahna Yojana-র আওতায় প্রথম কিস্তির টাকা পেয়েছেন।
৭. ওই টাকা পাওয়ার পর তাঁদের কেমন লেগেছে এবং ওই টাকা দিয়ে তাঁরা কি কি করেছেন এবং মহিলাদের ক্ষমতায়নে এই স্কিমটি কিভাবে কার্যকর হবে, এই তিনটি বিষয়ে লিখতে হবে।
৮. আবেদনের সময় অবশ্যই পুরো নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি লিখতে হবে।
৯. প্রত্যেকের ক্ষেত্রে শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হবে।
১০. পাশাপাশি, আবেদনের ক্ষেত্রে সঠিক শর্ত এবং নিয়ম না মেনে চললে তা বাতিল পর্যন্ত হতে পারে।