নিয়োগে দুর্নীতির আবহেই ফের টাকার বিনিময়ে চাকরির টোপ! এবার বড় চক্র ফাঁস, গ্রেফতার ৩

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে (West Bengal) ফের টাকার বিনিময়ে চাকরির টোপ। এবার কল্যাণীর এইমস হাসপাতালে (Kalyani AIIMS) চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার তিনজন। ধৃতদের মধ্যে একজন মহিলা এবং বাকি ২ পুরুষ রয়েছে। রবিবারই অভিযানে নেমে ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এইমস হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে মোটা টাকা নেওয়া হত বেকার যুবক-যুবতীদের কাছ থেকে। জানা যায় চাকরি দেওয়ার নাম করে তাদের ফোন করা হত। তারপরই টাকার দাবি করা হত। বহুদিন ধরেই এই প্রতারণা চক্র চলছিল। বহু চেষ্টার পর এবার পর্দাফাঁস করল পুলিশ।

পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরেই তাদের কাছে এই একই ইস্যুতে বহু অভিযোগ জমা পড়ে। তবে কোনোভাবেই তাদের টিকির নাগাল পাচ্ছিল না পুলিশ। সম্প্রতি ওই একই ভাবে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নাম করে ফোন যায় পুলিশের কাছে। প্রতারণার ছক আগেই বুঝে যান ওই যুবক। পরিচিতদের সেই বিষয়ে অবগত করেন তিনি। এরপরই খবর পৌঁছায় পুলিশের কানে।

aiims

আরও পড়ুন: দিনভর ঝমঝমিয়ে বৃষ্টি! কোন কোন জেলা ভিজবে? একনজরে আবহাওয়ার খবর

গয়েশপুর পুলিশ ফাঁড়িতে খবর গেলে অভিযুক্তদের ধরতে ময়দানে নামে পুলিশ। ৩ ঘন্টার অপারেশনের পর সাফল্য মেলে। কল্যাণী এইমস থেকেই ওই তিন প্রতারককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ধৃতদের নাম সুব্রত বন্দ্যোপাধ্যায় (৩৫), বল্লভ কর এবং মৌসুমী দেবনাথ। গতকালই তিনজনকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর