বাংলাহান্ট ডেস্ক : স্নাতক ও ডিপ্লোমা উত্তীর্ণদের অ্যাপ্রেন্টিস (Apprentice) হিসাবে নিয়োগ করতে চলেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India)। অ্যাপ্রেন্টিস (Apprentice) হিসাবে সার্টিফিকেট থাকলে অনেকক্ষেত্রে সুবিধা হয় চাকরি পেতে।
এই আবহেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মতো সংস্থা বিজ্ঞপ্তি জারি করল অ্যাপ্রেন্টিস (Apprentice) নিয়োগের। স্নাতক ও ডিপ্লোমা হোল্ডাররা আবেদন জানাতে পারবেন অ্যাপ্রেন্টিস পদে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া একাধিক পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।
অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে আবেদন জানানোর বিস্তারিত তথ্য
শূন্য পদের সংখ্যা: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ২৪ জন শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিকাল/ অটোমোবাইল/কমিউনিকেশন/ আর্টস/ সাইন্স/ কমার্স/ এয়ারক্রাফ্ট মেনটেনেন্স/ আইটি/ কম্পিউটার সাইন্স ইত্যাদি বিষয়ে স্নাতক ও ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক কমিউনিকেশন/সিভিল ইত্যাদি বিষয়ে ডিপ্লোমা হোল্ডাররা আবেদন করতে পারবেন।
মাসিক স্টাইপেন্ড: স্নাতক উত্তীর্ণদের প্রতিমাসে মোট ১৫,০০০ টাকা ( সংস্থার পক্ষ থেকে ১০৫০০ ও সরকারের পক্ষ থেকে ৪৫০০ ) ও ডিপ্লোমা উত্তীর্ণদের প্রতিমাসে মোট ১২০০০ টাকা ( সংস্থার পক্ষ থেকে ৮০০০ টাকা ও সরকারের পক্ষ থেকে ৪০০০ টাকা ) স্টাইপেন্ড দেওয়া হবে।
আরোও পড়ুন : বদলে যাচ্ছে নিয়ম! অষ্টম নয়, এবার দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেওয়া হবে মিড ডে মিল? সামনে বড় আপডেট
বয়স সীমা: ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী সর্বোচ্চ ২৭ বছর বয়সীরা আবেদনের যোগ্য।
নিয়োগ পদ্ধতি: যোগ্যতার ভিত্তিতে তৈরি মেধা তালিকার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নির্বাচিত প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউ রাউন্ডে।
আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে www.nats.education.gov.in ওয়েবসাইটে। সেখানে নির্দিষ্ট লিংকে ক্লিক করে পূরণ করতে হবে আবেদন পত্র। তারসাথে আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট।
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২৪