বাংলা হান্ট ডেস্কঃ মার্চ শেষ, আজ থেকে শুরু হল এপ্রিল মাস। গত মাসে বেশ কয়েকদিন ছুটি (Government Holiday) পেয়েছেন সরকারি কর্মী, স্কুল-কলেজ পড়ুয়ারা। চলতি মাসেও এর অন্যথা হবে না। এই মাসে রামনবমী, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া সহ বেশ কিছু অনুষ্ঠান রয়েছে। এর মধ্যে কোন কোন দিন ছুটি মিলবে (Holiday List)? ইতিমধ্যেই জানা গিয়েছে সেকথা।
এপ্রিল মাসের ছুটির তালিকা (Government Holiday)
মাসের শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) ছুটির তালিকা সামনে এসেছে। চলতি মাসে কোন কোন দিন স্কুল, কলেজ, অফিস বন্ধ থাকবে সেটাও জানা গিয়েছে। আগামী ১০ এপ্রিল (বৃহস্পতিবার) মহাবীর জয়ন্তীর জন্য সরকারি অফিস বন্ধ থাকবে। এরপর ১৪ এপ্রিল (সোমবার) ও ১৫ এপ্রিল (মঙ্গলবার) যথাক্রমে আম্বেদকর জয়ন্তী ও পয়লা বৈশাখের জন্য ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এছাড়া নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ এপ্রিল (শুক্রবার) গুড ফ্রাইডের কারণে রাজ্য সরকারি অফিসগুলিতে ছুটি থাকবে।
সরকারি অফিসের পাশাপাশি এপ্রিল মাসে নির্দিষ্ট কিছু দিনে রাজ্যের স্কুলগুলিতেও ছুটি (Government Holiday) থাকবে। আগামী ৬ এপ্রিল রামনবমী রয়েছে। তবে রবিবার পড়ায় সেদিনের ছুটি মাটি হচ্ছে। এরপর মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে ১০ এপ্রিল স্কুল ছুটি থাকবে। এছাড়া ১৮ এপ্রিল গুড ফ্রাইডের ছুটিও রয়েছে।
আরও পড়ুনঃ রামনবমীর ব্যানারে নেই সুকান্ত, মোদীর পাশে শুধু শুভেন্দুর ছবি! BJP-র অন্দরে শুরু বিতর্ক
এপ্রিল মাসের ২১ থেকে ২২ তারিখ বাসব জয়ন্তী ও অক্ষয় তৃতীয়া রয়েছে। আগামী ১৩ থেকে ১৫ এপ্রিলের মধ্যে আবার বহু রাজ্যে বোহাগ বিহু, ভিজু, ভিশু, বাংলা নববর্ষ, তামিল নববর্ষ সহ একাধিক অনুষ্ঠান রয়েছে।
চলতি মাসে সরকারি কর্মী (Government Employees), স্কুল পড়ুয়ারা লম্বা ছুটিও পাবেন। আগামী ১০ এপ্রিল (বৃহস্পতিবার) মহাবীর জয়ন্তী রয়েছে। সেদিনের সঙ্গে শুক্রবার ছুটি নিলেই শনি, রবি মিলিয়ে লম্বা ছুটি মিলবে। এছাড়া আগামী ১৮ এপ্রিল (শুক্রবার) গুড ফ্রাইডে পড়েছে। সেদিনের সঙ্গে শনি ও রবিবার যোগ করলেই লম্বা উইকেন্ড হয়ে যাবে।
উল্লেখ্য, রাজ্যভেদে ছুটির (Government Holiday) তালিকা পরিবর্তিত হয়। সেই কারণে পশ্চিমবঙ্গে যেদিন ছুটি রয়েছে সেটা দেখে বাকি রাজ্যগুলির ছুটির তালিকাও এক হবে ধরে নেওয়া ঠিক নয়। কিছু কিছু ছুটি গোটা দেশ জুড়ে থাকে একথা ঠিক। তবে রাজ্য সরকারের ঘোষিত ছুটি কিন্তু শুধুমাত্র সেই রাজ্যেই থাকে।