কাজ খেয়েছেন অনেকের! রহমানের বিরুদ্ধে বেনজির তোপ অভিজিতের! পালটা দিলেন অস্কারজয়ী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : তিনি মুখ খোলা মানেই বোমা বিস্ফোরণ। শাহরুখ খান থেকে সলমন খান, কেউই রেহাই পায় না তাঁর তোপের হাত থেকে। তিনি গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সম্প্রতি সুরকার এ আর রহমানকে (AR Rahman) কটাক্ষ শানিয়েছিলেন তিনি। রহমানের প্রযুক্তি নির্ভরশীলতার জন্যই নাকি লাইভ ইনস্ট্রুমেন্টের ব্যবহার কমে যাচ্ছে বলিউডে। এবার এই অভিযোগের উত্তরে পালটা মুখ খুললেন অস্কারজয়ী সুরকার।

অভিজিতের অভিযোগের জবাব রহমানের (AR Rahman)

সম্প্রতি অভিজিতের অভিযোগের উত্তরে গায়কের নাম নিয়েই জবাব দিলেন এ আর রহমান (AR Rahman)। তাঁর কথায়, তাঁর নামে দোষ চাপানো সহজ। তবে তিনি এখনো অভিজিৎকে ভালোবাসেন। তাঁর মত থাকতেই পারে, আর সেটা কোনো অপরাধও নয়। তবে এখানেই না থেমে রহমান (AR Rahman) আরো বলেন, দুবাইয়ে ৬০ জন মহিলা শিল্পীদের নিয়ে একটি অর্কেস্ট্রা তৈরি করেছেন তিনি। তাঁদের প্রতি মাসে মাসে পারিশ্রমিক, ইনস্যুরেন্স, স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন তিনি।

Ar rahman opened up about abhijeet allegations

কী বললেন এ আর রহমান: পাশাপাশি রহমান (AR Rahman) আরো বলেন, সাম্প্রতিক ‘পন্নিয়িন সেলভান’ বা ‘ছাবা’র মতো ছবিতে ২০০-৩০০ জন সঙ্গীতশিল্পীর সঙ্গে কাজ করেছেন। কিছু কিছু গানের ক্ষেত্রে ১০০ জনের বেশি মানুষ দরকার হয়। শুধুমাত্র তিনি ছবি তুলে পোস্ট করেন না বলে কারোর নজরে আসে না।

আরো পড়ুন : BANGLAHUNT BREAKING: বিয়ের পিঁড়িতে বসছেন দিলীপ ঘোষ? জানেন পাত্রীর পরিচয়? দিনক্ষণ সামনে আসতেই শুরু হইচই

প্রযুক্তি নিয়েও মুখ খোলেন সুরকার: সাক্ষাৎকারে প্রযুক্তির বিষয়টি নিয়েও মুখ খুলেছেন রহমান (AR Rahman)। তবে তিনি বলেন, কম্পিউটার শুধু একটি যন্ত্র। সেটাকে তিনি হারমোনি ডিজাইনের কাজে ব্যবহার করেন। কিন্তু ২০০ জনকে বাদ্যযন্ত্র বাজানোর জন্য নিয়ে এসে তাঁদের আবার বাদ দেওয়া হলে সেটা প্রচুর খরচের ব্যাপার। তিনি যাঁদের সঙ্গে কাজ করেন তাঁরা জানেন যে তিনি কতজন মিউজিশিয়ানের সঙ্গে কাজ করেন বলেন মন্তব্য করেন রহমান (AR Rahman)।

আরও পড়ুন : ‘সারা শরীর কাঁপছিল, বমি করেছিলাম’, ধর্ষণের দৃশ্যে কী হাল হয়েছিল দিয়া মির্জার!

প্রসঙ্গত, ভারতীয় সুরকারদের মধ্যে জনপ্রিয়তার তালিকায় শুরুর দিকেই থাকবেন এ আর রহমান। জিতেছেন অস্কার। একের পর এক কালজয়ী সঙ্গীত তৈরি করে সব বয়সের শ্রোতাদের মন জয় করেছেন তিনি। আগামীতে নীতিশ তিওয়ারির রামায়ণ এর সঙ্গীত পরিচালনা করতেও দেখা যাবে রহমানকে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X