বাংলা হান্ট ডেস্ক: কোনো পরিকল্পনায় সফল হচ্ছে না পাকিস্তানের। সম্প্রতি কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করেছে ভারত সরকার। অন্যদিকে এই কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব বরাবরের, তাই এই পরিস্থিতিতে আরব আমিরশাহির মতো ইসলামির রাষ্ট্রকে পাশে পেতে চাইছে পাকিস্তান। কিন্তু সেই আশা এবার ভঙ্গ হলো বলে মনে করছে সকলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার সংযুক্ত আরব আমিরশাহিতে, সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অব জায়েদ’ সম্মানে ভূষিত হলেন।
সংযুক্ত আরব আমিরশাহি আগেই ঘোষণা করেছিল, নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অব জায়েদ’ দেওয়ার কথা। আবার এর মধ্যেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করেছে কেন্দ্র। কিন্তু এই ঘটনার কোনো আঁচই পরল না ভারত-সংযুক্ত আরব আমিরশাহির দ্বিপাক্ষিক সম্পর্কে। সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহান নরেন্দ্র মোদীকে ‘অর্ডার অব জায়েদ’ সম্মানে সম্মানিত করলেন।
এই ঘটনায়, সংযুক্ত আরব আমিরশাহি সরকারকে ধন্যবাদ জানিয়ে টুইটারে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী, তিনি লিখেছেন, ‘অর্ডার অব জায়েদ’ পুরস্কার পেলাম। এটা ব্যক্তিগত সম্মান নয়। ভারতীয় সংস্কৃতি ও আদর্শের জন্য এমন প্রাপ্তি। এটি আমি ১৩০ কোটি ভারতীয়কে উতসর্গ করছি।’ পুরস্কার পাওয়া ছাড়াও, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে বৈঠকেও বসেন, ভারত আরব সম্পর্ককে আরো দৃঢ় করার জন্যই এই বৈঠক আয়োজন করা হয়েছিল বলে মনে করছেন সকল