মায়ের মুখ পুরো বসানো, ঐশ্বর্যর কার্বন কপি মেয়ে আরাধ‍্যা, রইল চমকে দেওয়ার মতো ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সন্তানরা বাবা মায়ের মতোই দেখতে হবে, এতে আর আশ্চর্যের কী আছে? তবে অনেক সময়ে মিলটা এতটাই বেশি হয় যে দেখে চমক লাগেই। বলিউডে এমন একাধিক তারকা সন্তান রয়েছে যাদের মুখের সঙ্গে বাবা বা মায়ের মুখের অদ্ভূত মিল আছে। তালিকায় রয়েছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) একমাত্র মেয়ে আরাধ‍্যা বচ্চনও (Aradhya Bachchan)।

বলিউডের খানদানি বচ্চন পরিবারের আদরের নাতনি আরাধ‍্যা। বাবা মায়ের চোখের মণি। বিশেষ করে মা ঐশ্বর্য একটু বেশিই আগলে রাখেন মেয়েকে। আরাধ‍্যার বয়স এখন সবে ১০ বছর। তবে সেলিব্রিটি বাবা মায়ের দৌলতে লাইমলাইট কম পায় না আরাধ‍্যা। তার চাইনিজ কাট চুল এবং মিষ্টি মুখের জন‍্য অনেকেই বেশ পছন্দ করেন আরাধ‍্যাকে।


সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় ঐশ্বর্যর ছোটবেলার একটি ছবি ব‍্যাপক ভাইরাল হয়। একটি পেন্সিলের বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন ছোট্ট ঐশ্বর্য। পুরনো সেই ছবিটি সম্প্রতি ভাইরাল হয় নেটদুনিয়ায়। ছোট্ট ঐশ্বর্যকে দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। ছোটবেলায় তাঁরও ছোট করে কাটা ছিল চুল, ঠিক এখন আরাধ‍্যার চুলের স্টাইল যেমন।

কমেন্ট সেকশনে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, আরাধ‍্যাকে হুবহু তার মায়ের মতোই দেখতে। আবার কারোর মন্তব‍্য, আরাধ‍্যা ঐশ্বর্যর কার্বন কপি। মায়ের মুখ পুরো বসানো। আবার কেউ মন্তব‍্য করেছেন, এর থেকেই বোঝা যায় আরাধ‍্যাকেও বড় হয়ে ঐশ্বর্য মতোই সুন্দরী দেখতে হবে।

https://www.instagram.com/p/CcK19qqPaE-/?igshid=YmMyMTA2M2Y=

একাধিক বার বিভিন্ন কারণে নেটিজেনদের নজরে এসেছে আরাধ‍্যা। তবে বেশিরভাগ সময়েই ট্রোল করা হয়েছে তাকে। একবার হাঁটার ভঙ্গির জন‍্য কু্ৎসিত ভাবে ট্রোল করা হয়েছিল ছোট্ট আরাধ‍্যাকে। কিছুটা র‍্যাম্প ওয়াকের মতোই কোমর বেঁকিয়ে হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে। আর এতেই হাসির খোরাক পেয়েছিলেন নেটনাগরিকরা। পালটা সপাটে জবাব দিতে ছাড়েননি অভিষেকও।

সম্পর্কিত খবর

X