বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ (Bangladesh)। এমনিতেই ওই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। ঠিক এই আবহেই নতুন করে চিন্তা বৃদ্ধি করছে আরাকান আর্মি। শুধু তাই নয়, এবার বাংলাদেশের সীমান্ত প্রহরা এড়িয়ে আরাকান আর্মি ওই দেশের ১০ কিমি ভেতরে পর্যন্ত ঢুকে গিয়েছে।
বাংলাদেশের (Bangladesh) অন্দরে প্রবেশ আরাকান আর্মির:
মূলত, বাংলাদেশের (Bangladesh) সীমান্তবর্তী বান্দরবনে হওয়া জলকেলি উৎসবে দেখা যায় আরাকান আর্মিদের। গত ১৬ এবং ১৭ এপ্রিল বান্দরবানের থানচির ঝিরিমুখ এলাকায় সম্পন্ন হয় ওই উৎসব। এমতাবস্থায়, ইতিমধ্যেই নেটমাধ্যমে বাংলাদেশের অন্দরে আরাকান আর্মির উপস্থিতির ভিডিও ভাইরাল হয়েছে।
যেখানে দেখা গিয়েছে জলকেলি উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী জওয়ানরা অনুষ্ঠানে ঘুরে বেড়াচ্ছেন। এমনকি, কিছুজনকে আবার মঞ্চেও উঠে পড়তে দেখা গিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই অনুষ্ঠানে বাংলাদেশি (Bangladesh) মারমা ও অন্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায় ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিতি ছিলেন।
আরও পড়ুন: দাম বৃদ্ধির পর ফের ঝটকা! আর বাড়িতে ডেলিভারি হবে না LPG সিলিন্ডার? নতুন চিন্তায় গ্রাহকেরা
এদিকে. এই প্রসঙ্গে বান্দরবানের পুলিস সুপার মো. শহিদুল্লাহ সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, আরাকান আর্মিরা বান্দরবানের থানচিতে বৈসাবি অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি সম্পর্কে জানা গেলেও সেখানে কতটা সত্যতা রয়েছে তা বিস্তারিত জানতে গোয়েন্দারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন।
আরও পড়ুন: দীর্ঘ অসুস্থতার পর ৮৮ বছর বয়সে প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস! কী জানাল ভ্যাটিকান?
অন্যদিকে, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তার শাখা ইউনাইটেড লিগ অব আরাকানের তত্ত্বাবধানেই আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামে ওই অনুষ্ঠানটি থানচির রেমাক্রি ইউনিয়ন সীমান্ত থেকে ১০ কিলোমিটার ভেতরে আয়োজন করা হয়।