পুর চেয়ারম্যানের স্ত্রী ও ভাইয়ের নাম আবাস যোজনায়! হইচই কাণ্ড আরমবাগে

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন যাবৎ বঙ্গের মাটিতে ছেয়ে গেছে আবাস দুর্নীতি (Awas Yojana Corruption)। দিক দিক থেকে ভেসে আসছে একই অভিযোগ, আবাস দুর্নীতি! পঞ্চায়েত থেকে পুরসভা, কোনোটাতেই ছাড় নেই। আর সেই দুর্নীতির অভিযোগের তীর থাকছে শাসকদলের ঘনিষ্ঠদের দিকে। সেই ধারাই বজায় রেখে এবার আবাস যোজনার তালিকায় উঠে এল আরামবাগ ( Arambag ) পুরসভার চেয়ারম্যানের (Chairman) স্ত্রী ও দুই ভাইয়ের নাম। ঘটনা চাউর হতেই শোরগোল এলাকায়।

জানা যাচ্ছে, আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারীর স্ত্রী ও দুই ভাইয়ের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। পুরসভার চেয়ারম্যান হয়েও পরিবারের একাধিক সদস্যের নাম যোজনার তালিকায়! হতবাক সক্কলে। এবিষয়ে সমীরবাবুর সাফাই , “নাম এসেছে। কিন্তু বাড়িতো নেয়নি।”

তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার মানুষজন। বিশেষ করে হত দরিদ্র বঞ্চিতরা। উক্ত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। পাকা বাড়িও নেই অনেকের। অভিযোগ, তাঁদের কারও নাম নেই তালিকায়, অন্যদিকে দেখা যাচ্ছে ওই প্রকল্পে নাম রয়েছে আরামবাগ পুরসভার চেয়ারম্যানের স্ত্রী উত্তরা ভাণ্ডারী ও দুই ভাই বিশ্বজিৎ ও প্রবীরের। ঘটনা প্রসঙ্গে শাসকদলকে একহাত নিয়েছে বিজেপি শিবির।

বিজেপির অভিযোগ, আরামবাগ পুরসভার এক নম্বর ওয়ার্ডে চেয়ারম্যানের একটি দোতলা বাড়ি রয়েছে। সেখানে পরিবার সহ বাস করেন তিঁনি। শুধু তাই নয়, এছাড়াও তাঁর আরও বেশ কয়েকটি বাড়ি রয়েছে বিভিন্ন স্থানে। পাশাপাশি পুরভোটে দাঁড়ানোর সময় হলফনামায় চেয়ারম্যান জানিয়েছিলেন, তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২৯ লক্ষ টাকা। এখানেই সবকিছু জলের মত পরিষ্কার।

pmay

যেখানে নিজেকে বিত্তবান বলে দাবি করছে খোদ চেয়ারম্যান, সেখানে অন্যদিকে আবাস যোজনায় তালিকায় জ্বলজ্বল করছে তাঁর পরিবারের লোকেদের নাম। এবিষয়ে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, “হাউস ফর অল প্রকল্প হল গরীব মানুষের জন্য। আর আরামবাগের চেয়ারম্যানের পরিবারের একাধিক বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে। আমরা বলছি তৃণমূল নেতারা সরকারি প্রকল্প নিজেদের মধ্যে কুক্ষিগত করে রাখছে।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর