বাংলাহান্ট ডেস্ক : সম্পর্কের টানাপোড়েনের জেরে প্রায়ই চর্চায় থাকে ‘মিঠিঝোরা’ ধারাবাহিক। সিরিয়ালের শুরুতে যাঁরা ছিলেন নায়ক নায়িকা, কিছুদিন বাদে নায়কের বিপরীতে আরেকজন সহ অভিনেত্রী তথা খলনায়িকাকে দিয়ে তাঁকে সাইড রোলে পাঠিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে নায়িকার বিপরীতে এন্ট্রি নেয় নতুন নায়ক, যিনি কিনা এখন খলনায়কের মতোই অভিনয় করছেন। মিঠিঝোরায় প্রথমে নায়ক হিসেবে দেখা গিয়েছিল অভিনেতা সপ্তর্ষি রায়কে। কিন্তু বর্তমানে তাঁর দেখা নেই ধারাবাহিকে। এবার সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মনের কথা শেয়ার করলেন ‘রাইপূর্ণা’ ওরফে অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)।
বাস্তবে কেমন সম্পর্ক আরাত্রিকা (Aratrika Maity) আর সপ্তর্ষির
আসলে শুক্রবার ছিল শৌর্য ওরফে সপ্তর্ষির জন্মদিন। সিরিয়ালের গল্প বলছে, বিয়ের দিন নিজে পাত্রীর জায়গা ছেড়ে উঠে বোন নীলুকে প্রেমিক শৌর্যর সঙ্গে বিয়ে দিয়ে দেয় রাই। তারপরে অনেক জলই বয়ে গিয়েছে। নীলুর সঙ্গে ডিভোর্স হতে বসেছে শৌর্যর, অন্যদিকে রাইও অনির্বাণের সঙ্গে বিয়েতে অসুখী। তবে পর্দার যাই হয়ে যাক না কেন বাস্তবটা অবশ্য একেবারেই ভিন্ন। বাস্তবে সপ্তর্ষি এবং আরাত্রিকার (Aratrika Maity) মধ্যে খুবই ভালো বন্ধুত্ব রয়েছে।
বিশেষ বার্তা এল রাইয়ের তরফে: সপ্তর্ষির জন্মদিনে এদিন তাই আদুরে শুভেচ্ছা বার্তা পাঠান আরাত্রিকা (Aratrika Maity)। তাঁদের একসঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু, “আমি তোমাকে আকাশ সমান….” ভালো না বাসলেও ভালোবাসি! সব স্বপ্ন পূরণ হোক! পরিবার ,আপনজনদের নিয়ে সুখে-শান্তিতে থাকো! চরৈবেতি’।
আরো পড়ুন : ‘যা খুশি হয়ে যেতে পারে…’, বড়সড় বিপদের আশঙ্কা, ভিডিওতে কী জানালেন ‘সাংভি’ প্রেরণা?
বাস্তবেও সম্পর্কে জড়িয়েছেন আরাত্রিকা: প্রসঙ্গত, সিরিয়ালে অনির্বাণের সঙ্গে রাইয়ের দাম্পত্যে সমস্যা তৈরি হলেও বাস্তবে আর্য দাশগুপ্তর সঙ্গে আরাত্রিকার (Aratrika Maity) সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে। দুজনের বেশ কিছু যুগল ছবিও দিচ্ছে তেমনি ইঙ্গিত। তবে এ বিষয়ে এখনো সর্বসমক্ষে মুখ খোলেন পর্দার রাইপূর্ণা।
আরো পড়ুন : স্লট বদলেও TRP তলানিতেই, নীলের বদলে নতুন নায়কের এন্ট্রি হচ্ছে ‘অমর সঙ্গী’তে!
অন্যদিকে সপ্তর্ষির ছোটপর্দায় অভিনয় শুরু করেন ‘ইকির মিকির’ সিরিয়ালের হাত ধরে। এছাড়াও হইচইয়ের ‘নিখোঁজ’ সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। তবে মিঠিঝোরায় দীর্ঘদিন ধরেই অনুপস্থিত সপ্তর্ষি। দর্শকরাও অপেক্ষা করে রয়েছেন শৌর্যর জন্য।
View this post on Instagram