‘ক্ষমতায় এলে বিনামূল্যে এসি ট্রেনে অযোধ্যা পাঠাবো বয়স্কদের,’ গুজরাটে প্রতিশ্রুতি কেজরিওয়ালের

বাংলাহান্ট ডেস্ক : এবার বড়সড় দাবি করতে শোনা গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। গুজরাটে ক্ষমতায় আসলে বয়স্ক মানুষদের এসি ট্রেনে করে বিনামূল্যে তীর্থ যাত্রা করানো এমনই প্রতিশ্রুতি দিলেন তিনি। এই তীর্থের মধ্যে থাকবে অযোধ্যাও। তিন দশক গুজরাটে ক্ষমতায় থাকার পরও এদিন বিজেপিকে ব্যর্থ বলে দাবি করেন কেজরিওয়াল। শুধু তীর্থযাত্রাই নয়, গুজরাটে আম আদমি পার্টি ক্ষমতায় আসলে বিনামূল্যে বিদ্যুতের পাশাপাশি উন্নত স্কুল এবং হাসপাতাল পরিষেবার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

রাজকোটে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় গুজরাটে বিজেপির দীর্ঘ শাসন সত্ত্বেও শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বিজেপিকে ব্যর্থ বলে দেগেছেন কেজরিওয়াল। বিজেপি সরকারের আমলে গুজরাটে প্রায় ৬ হাজার সরকারি স্কুল বন্ধ করে দেওয়ারও অভিযোগ আনেন তিনি।

এই সমাবেশে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দীর্ঘ ২৭ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। তারা কখনও একজনকেও তীর্থযাত্রায় পাঠায়নি। এত বছরে কি কাউকে গুজরাট থেকে অযোধ্যায় পাঠানো হয়েছে? দিল্লিতে আম আদমি পার্টির সরকার মাত্র তিন বছরে ৫০ হাজার বয়স্ক মানুষকে তীর্থ যাত্রায় পাঠিয়েছে। আমরা আমাদের পরিকল্পনা মাফিক এই বয়স্ক মানুষদের মথুরা, হরিদ্বার, বৃন্দাবনের মত জায়গা গুলিতে বিনামূল্যে তীর্থে পাঠিয়েছি।’

kejriwal

তিনি আরও বলেন, ‘আমরা যদি ৫ বছরে দিল্লিতে সরকারি স্কুল ঠিক করতে পারি তাহলে গুজরাটে ২৭ বছরেও কেন তা পারল না বিজেপি? কারণ তারা জনগনকে লুঠ করার জন্য ক্ষমতায় এসেছে। দিল্লি সরকার যদি প্রাইভেট স্কুলগুলির ফি বাড়ানো আটকাতে পারে তাহলে গুজরাটে বিজেপি সরকার কেন তা পারবে না? কারণ গুজরাটে বেসরকারি স্কুলের মালিকদের সঙ্গে বিজেপির যোগসাজশ আছে।’ মোদী-শাহের রাজ্যে দাঁড়িয়ে আম আদমি পার্টি সুপ্রিমোর এহেন মন্তব্যে কার্যতই শোরগোল শুরু হয়েছে জাতীয় রাজনীতি জুড়েই। পাঞ্জাবের পর এবার কি কেজরিওয়ালের পরবর্তী লক্ষ্য গুজরাট? তা নিয়ে তুঙ্গে জল্পনা।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর