কৃষি আইন কৃষকদের জন্য মৃত্যুর আদেশপত্র, নিজের জমিতেই শ্রমিকে পরিণত হবে কৃষক: অরবিন্দ কেজরিওয়াল

দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কৃষি আইনকে নিয়ে বড়ো মন্তব্য করেছেন। অরবিন্দ কেজরিওয়াল নতুন কৃষি আইনকে ‘কৃষকদের জন্য মৃত্যুর আদেশনামা’ বলে মন্তব্য করেছেন। রবিবার দিন কৃষক নেতাদের সাথে বৈঠকের সময় কেজরিওয়াল এই মন্তব্য করেন। কেজরিওয়াল পশ্চিম উত্তরপ্রদেশের কৃষক নেতাদের দুপুরের ভোজনে বিধানসভায় আমন্ত্রণ জানিয়েছিলেন।

দিল্লীর মুখ্যমন্ত্রী বলেন, নতুন তিনটি কৃষি আইন কৃষকদের জন্য মৃত্যুর ওয়ারেন্ট। যদি এই আইনগুলি লাগু হয় তাহেল পুরো কৃষি ব্যাবস্থা কিছু ব্যবসায়ীর হাতে চলে যাবে এবং কৃষকরা বর্বাদ হয়ে যাবে। কেজরিওয়াল আরো বলেন, যদি এই আইন লাগু হয় তাহলে ভারতের কৃষক নিজের জমিতেই শ্রমিকে পরিণত হবেন।

arvindkejriwal 25 7

কেজরিওয়াল বলেন, কেন্দ্র সরকারের এই আইনগুলি ফেরত নেওয়া উচিত। কেজরিওয়ালের সাথে এই বৈঠকে পশ্চিম উত্তরপ্রদেশের ৪০ জন কৃষক নেতা অংশ নিয়েছিলেন। কৃষক নেতা রোহিত জাখড় বলেন, ‘পশ্চিম উত্তরপ্রদেশের সীমান্তে কৃষকরা এই আইনের বিরুদ্ধে প্রদর্শনে নেমেছে কিন্তু যোগী সরকার সেখানে বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল পরিষেবা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে কেজরিওয়াল সরকার সেখানে পানীয় জল পৌঁছে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন।’

কৃষি আইনকে কেন্দ্র করে যে আন্দোলনের সূত্রপাত হয়েছে তা থামার নাম নিচ্ছে না। কৃষক নেতারা লাগাতার কৃষি আইন বাতিল করার দাবি তুলেছে। একই সাথে আইন বাতিল না করা হলে বেশকিছু পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর