বাংলাহান্ট ডেস্ক : জনশ্রুতি অনুযায়ী, দ্বারকা নগরী ছিল শ্রীকৃষ্ণের কর্মভূমি। শ্রীকৃষ্ণের দেহত্যাগ ও কলিযুগের সূচনাকালে জলের তলায় বিলীন হয়ে গিয়েছিল ৪ হাজার বছর পুরনো এই শহর। এবার লুপ্ত এই শহরের সন্ধানে নামল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI (Archaeological Survey of India)। হারিয়ে যাওয়া দ্বারকা নগরীর সন্ধানে গঠন করা হয়েছে বিশেষ টিম।
দুর্দান্ত পদক্ষেপ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Archaeological Survey of India)
কেন্দ্রীয় এই সংস্থা প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং সাংস্কৃতিক ঐতিহ্যরক্ষার দায়িত্ব পালন করে আসছে বহু বছর ধরে। এবার হারিয়ে যাওয়া দ্বারকা নগরীর সন্ধান পেতে বিশেষ দল গঠন করেছে ASI। তবে সবথেকে বড় কথা, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই দলে প্রথমবারের জন্য থাকছেন মহিলা ডুবুরি-বিজ্ঞানীরা।
আরোও পড়ুন : ছিল না কোনও কোচিং! চাকরির সাথেই চলছিল UPSC-র প্রস্তুতি, IAS হয়ে নজির গড়লেন শ্বেতা
বিশেষজ্ঞরা দাবি করে থাকেন, আমাদের দেশের জলের তলায় লুপ্ত অবস্থায় রয়েছে বহু সংস্কৃতি ঐতিহ্য। এএসআইয়ের প্রধান কাজই হল সেইসব লুকিয়ে থাকা স্থান পর্যবেক্ষণ করে সুরক্ষিত করা। ASI-এর ‘আন্ডারওয়াটার আর্কিওলজি উইং’ তথা ইউএডবলিউ এই গুরু দায়িত্ব পালন করে থাকে। এবার দ্বারকা নগরীর সন্ধানে জলের তলায় ডুব দিতে চলেছে সংস্থার এই উইংই।
আরোও পড়ুন : ভোল পাল্টাচ্ছে হাওড়া স্টেশনের! প্ল্যাটফর্মেও বড়সড় বদল, যাত্রীদের খুলল কপাল
ভারতীয় প্রত্নতাত্ত্বিকদের কাছে যুগ যুগ ধরে আকর্ষণের কেন্দ্রবিন্দু দ্বারকা। জনশ্রুতি রয়েছে, পুরাণে বর্ণিত সপ্তপুরীর অন্যতম দ্বারকা (Dwaraka) নগরী সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর। পাশাপাশি ধর্মীয়ভাবেও সনাতনী হিন্দুদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে দ্বারকা নগরীর।
এর আগে দ্বারকা ও বেট দ্বারকা নামক একটি দ্বীপের কাছে তল্লাশি অভিযান চালানো হয়েছিল ২০০৫ ও ২০০৭ সালে। তবে তারপর দীর্ঘ সময় বন্ধ ছিল সেই অনুসন্ধান কাজ। এবার প্রায় দু’দশক পর দ্বারকা সন্ধানে নামতে চলেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (Archeological Survey of India)।
এএসআইয়ের অতিরিক্ত ডিরেক্টর-জেনারেল অধ্যাপক অলোক ত্রিপাঠীর নেতৃত্বে গঠন করা হয়েছে পাঁচজনের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টিম। দলের এই পাঁচজনের মধ্যে তিনজনই মহিলা সদস্য। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম এই ধরনের অভিযানে অংশ নিতে চলেছেন মহিলা বিজ্ঞানী ডুবুরিরা (Diver)।