শিশুদের মধ্যে সুপ্ত থাকে প্রতিভার বীজ। তাকে সঠিক গুরুত্ব দিয়ে লালন না করলে মহিরুহ হয়ে উঠতে পারে না। কিন্তু আজকের এই পড়াশোনার ইঁদুর দৌড়ের যুগে পরিবারের তরফে শিশুর কাছে একটাই আশা ‘মার্কস’৷ সেই মার্কস এর চাহিদায় অযত্নেই নষ্ট হচ্ছে শত শত প্রতিভা। তাই প্রত্যেক বাবা মায়ের উচিত পড়াশোনার পাশাপাশি শিশুদের অন্যান্য বিষয়েও উৎসাহ দেওয়া। বলা যায় না, হয়তো পড়াশোনায় ভালো মার্কস না পেয়েও আপনার সন্তান একদিন ভালো শিল্পী বা খেলোয়াড় হয়ে উঠল।
অর্চিশা দে, ষষ্ঠ শ্রেনীর এক খুদে পড়ুয়া৷ যে সময় আর সকলে খেলাধুলা নিয়ে মত্ত থাকে সেই বয়সেই সে বানিয়ে ফেলেছে আস্ত মহাকাশ যানের মডেল। তার এই মডেলটি ইসরোর মডেল তৈরির প্রতিযোগিতাতেও স্থান করে নিয়েছে।
দেবীশ্বরী বিদ্যা নিকেতনের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অর্চিশার তৈরি এই মডেল প্রশংসিত হয়েছে সর্বত্র। ইতিমধ্যেই সেটি ইসরোর প্রতিযোগিতার মূল পর্বে পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি নেটদুনিয়ারও মন জয় করে নিয়েছে এই সুপার মডেল।
অর্চিশার মত মেয়েরাই দেশের ভবিষ্যৎ। তাদের উৎসাহ দিলে এরাই একদিন দেশের বিজয় পতাকা আরো উঁচুতে নিয়ে যাবে। আর তা করতে হবে আগের প্রজন্মদেরই।