বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার (Sania Mirza) নাম আবারও ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে যুক্ত হতে শুরু করেছে। তাঁদের বিবাহের ভুয়ো খবরের পর এবার তাঁদের “একসাথে ছুটি কাটানোর” কিছু ছবি সামনে এসেছে। যেগুলি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তুমুল ভাইরাল হতে শুরু করেছে। শুধু তাই নয়, তাঁরা ছুটি কাটাতে দুবাইতে রয়েছেন বলেও জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সাথে বিচ্ছেদের পর থেকেই সানিয়ার নাম বারংবার শামির সাথে যুক্ত করা হয়েছে।
দুবাইতে “ছুটি কাটাচ্ছেন” সানিয়া (Sania Mirza) এবং শামি?
এমতাবস্থায়, এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সানিয়া মির্জা (Sania Mirza) ও মহম্মদ শামির ছবি। যেখানে তাঁদের বিভিন্নভাবে উপস্থাপিত করা হয়েছে। আর তারপরেই নেটমাধ্যমে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল জল্পনা। পাশাপাশি, ওই ছবিগুলি আদৌ সত্য কিনা তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
Mohammed Shami & Sania Mirza Viral #MohammedShami #SaniaMirza pic.twitter.com/aMZxuP0SCV
— Sunil Singh (@SunilSingh_0007) December 24, 2024
দুবাইতে কি ছুটি কাটাচ্ছেন সানিয়া মির্জা (Sania Mirza) ও মহম্মদ শামি: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি দেখে নেটিজেনরা প্রশ্ন তুলছেন সানিয়া মির্জা এবং মহম্মদ শামি শেষ পর্যন্ত বিয়ে করেছেন কিনা? শুধু তাই নয়, তাঁদের “সম্পর্ক” নিয়ে ফের শুরু হয়েছে গুঞ্জন। যদিও, এই বিষয়গুলি আদৌ সত্য নয়। মূলত, AI-এর যুগে তৈরি এই ছবিগুলির সবকটি নকল। পাশাপাশি, এই ভুয়ো ছবিতে তাঁদের দু’জনকেই সমুদ্র সৈকতে পোজ দিতেও দেখা গিয়েছে। আর এই ছবিগুলিকে প্রত্যক্ষ করেই শুরু হয়েছে বিভ্রান্তি।
আরও পড়ুন: টেস্ট ছাড়াও ODI ফরম্যাটে আর অধিনায়ক থাকবেন না রোহিত? সামনে এল ৩ টি কারণ
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছরেও বারংবার সানিয়া মির্জা (Sania Mirza) ও শামির সম্পর্কের বিষয়ে বিভিন্ন ভুয়ো দাবি সামনে আসে। এমনকি, মাসখানেক আগেও খবর এসেছিল যে, তাঁরা দু’জন বিয়ে করতে চলেছেন। সেই সম্পর্কিত ভুয়ো ছবিও ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে।
আরও পড়ুন: গ্রাম হোক কিংবা শহর! দেশে ক্রমশ কমছে দারিদ্র, সামনে এল বড় রিপোর্ট
এদিকে, বারংবার এহেন বিষয়ের সম্মুখীন হয়ে সানিয়া মির্জার (Sania Mirza) বাবা ইমরান মির্জা সংবাদমাধ্যমে স্পষ্ট স্বীকার করেন যে এই বিষয়গুলি সম্পূর্ণ ভুল। পাশাপাশি, তিনি এটাও জানান, তাঁর মেয়ে সানিয়া কখনোই শামির সঙ্গে দেখা করেননি। এছাড়াও, ইমরান জানিয়ে দেন, তাঁর মেয়ের কারোর সঙ্গে কোনও সম্পর্ক নেই।