পুরনো তিক্ততা ফিকে হয়ে কাছাকাছি, সহজের মুখ চেয়েই একসঙ্গে ফিরছেন রাহুল-প্রিয়াঙ্কা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ার জনপ্রিয় জুটিগুলির মধ‍্যে অন‍্যতম ছিল রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায় (Rahul Arunoday Banerjee) এবং প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। সহ অভিনেতা অভিনেত্রী থেকে প্রেমিক প্রেমিকা হয়ে তারপর বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। কিন্তু সুখের সংসারে কখন যে বিচ্ছেদের কালো মেঘ ঘনিয়ে আসে তা বুঝতে পারেননি অনুরাগীরা। অনেকদিন ধরেই আলাদা থাকেন রাহুল প্রিয়াঙ্কা। সহজকে একসঙ্গেই বড় করে তুলছেন অবশ‍্য।

তবে বেশ কিছুদিন ধরে জুটির সোশ‍্যাল মিডিয়ার পোস্টগুলির থেকে অন‍্য রকম আভাস পাচ্ছিলেন নেটিজেনরা। গুঞ্জন শোনা যাচ্ছে, তিক্ততা ভুলে আবার মিলিত হতে চলেছেন রাহুল আর প্রিয়াঙ্কা। আর বাবা মায়ের মধ‍্যে সেতু বন্ধনের কাজটা করছে ছোট্ট সহজ।


সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন রাহুল। হুডখোলা জিপে চেপে ঘুরতে বেরিয়েছেন তিনজন। তিনি, প্রিয়াঙ্কা এবং সহজ। জিপের সবথেকে সামনের সিটে বসে ছোট্ট সহজ। তার পেছনেই মা প্রিয়াঙ্কা আর বাবা সবথেকে পেছনে। সেলফিতে তিনজনই ফ্রেমবন্দি হয়েছেন।

ক‍্যাপশনে রাহুল লিখেছেন, ‘হুডখোলা ভালবাসারা’। ভালবাসা পাঠিয়েওছেন অনেকে। ঋত্বিক চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, দিব‍্যজ‍্যোতি দত্ত, অনিন্দিতা রায়চৌধুরীরা। মিষ্টি পরিবারের মধ‍্যে ফাটলগুলো বুজিয়ে দিয়ে আবার এক হয়ে যান রাহুল প্রিয়াঙ্কা, এইটুকুই চাওয়া জুটির ভক্তদের।

https://www.instagram.com/p/Cl-lztlhq33/?igshid=YmMyMTA2M2Y=

এর আগে কালীপুজোর সময়েও প্রিয়াঙ্কার বাড়িতে গিয়েছিলেন রাহুল। এক ফ্রেমে বন্দি হয়েছিলেন বাবা, মা আর ছেলে। প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার আর একমাত্র ছেলে সহজকে নিয়ে হাসিমুখে ক‍্যামেরার সামনে পোজ দিয়েছিলেন রাহুল‌। ক‍্যাপশনে লিখেছিলেন, ‘ত্রয়ী’।

শুধু এই ছবিটিই নয়। ছাদে মা ছেলের বাজি ফাটানোর আনন্দের মুহূর্তটাও লেন্সবন্দি করেছিলেন রাহুল। সকলের জন‍্য পাঠিয়েছিলেন দীপাবলির শুভেচ্ছা। অনুরাগীরা প্রিয় জুটিকে এক ফ্রেমে পেয়ে আপ্লুত। হৃদয়ের ইমোজি আর ভাল থাকার বার্তায় ভরে গিয়েছিল রাহুলের কমেন্ট বক্স। সবার আশা পূরণ করে এবার পুনর্মিলিত হওয়ার সুখবরটা রাহুল প্রিয়াঙ্কা দেন কিনা সেটাই দেখার।

X