দেবলীনা-তথাগতর দাম্পত‍্যে তৃতীয় নারী! ফাটল ধরছে আরো এক সম্পর্ক?

বাংলাহান্ট ডেস্ক: একদিকে বিয়ের মরশুম, অন‍্যদিকে বিচ্ছেদের! টলিপাড়ায় আরো এক দম্পতি বিচ্ছেদের দিকে এগোচ্ছেন, এমনি খবর মিলল সম্প্রতি। আট বছরের দাম্পত‍্য সম্পর্ক নাকি ভাঙতে বসেছে তথাগত মুখোপাধ‍্যায় (tathagata mukherjee) ও দেবলীনা দত্তর (debolina dutta)! ইতিমধ‍্যেই নাকি আলাদা থাকছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন সূত্রে খবর, গত এক মাস ধরেই নাকি ফাটলটা চওড়া হচ্ছে দেবলীনা তথাগতর সংসারে। আলাদা সংসারও পেতেছেন অভিনেতা পরিচালক। যদিও সংবাদ মাধ‍্যমের কাছে তিনি জানিয়েছেন, নিজের মতো করে জীবন কাটাচ্ছেন তিনি। মা বাবাকে সময় দিচ্ছেন। অশান্তির ছোঁয়া যেন তাঁদের গায়ে না লাগে সেদিকেই নজর রাখছেন।

fotojet 2021 01 19t124458 415
তথাগত আরো জানিয়েছেন, তাঁর প্রথম বিয়ে ভাঙার পরে সরাসরি কোনো বিবৃতি দেননি তিনি। এ বারেও কোনো মন্তব‍্য করতে চান না। অপরদিকে দেবলীনা জানান, তাঁর মায়ের হার্টের অসুখ আছে। শুটিংয়ের কাজ সামলে অসুস্থ মা, নিজের পোষ‍্য তিনটি সারমেয়দের দেখভাল করেই তাঁর দিন কাটছে। এছাড়া আর কোনো বিষয় নিয়ে মন্তব‍্য করতে চান না তিনি।

গত আট বছর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন তথাগত দেবলীনা। বরাবর সমস্ত বিপদে একে অপরের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁদের। তাহলে আচমকা কী এমন ঘটল যে এই নিটোল দাম্পত‍্যে ফাটল ধরল? গুঞ্জন বলছে, তথাগত দেবলীনার সংসারে নাকি তৃতীয় নারীর ছায়া পড়েছে!

তিনি বিবৃতি চট্টোপাধ‍্যায়। তথাগতর আসন্ন ছবি ‘ইউনিকর্ন’এ তিনিই মুখ‍্য চরিত্রে রয়েছেন। একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা। এমনকি ইন্ডাস্ট্রির অভ‍্যন্তরের খবর, বিবৃতির সঙ্গেই নাকি আলাদা সংসার পেতেছেন তথাগত। যদিও এই গুঞ্জনের সত‍্যতা স্বীকার করেননি অভিনেতা।

02 10 2020 2913 debolina dutta indian actress 1
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে একটি সংবাদ মাধ‍্যমের চ‍্যাট শোয়ে দূর্গাপুজোতে গোমাংস রাঁধার কথা বলে চরম বিতর্কের মুখে পড়েছিলেন দেবলীনা। বিজেপি নেতা তরুণজ‍্যোতি তিওয়ারি পুলিসে অভিযোদও দায়ের করেছিলেন তাঁর বিরুদ্ধে। এরপরেই সোশ‍্যাল মিডিয়ায় লাগাতার খুন ও গণধর্ষণের হুমকির মুখে পড়েছিলেন দেবলীনা।

সে সময়ে স্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন তথাগতই। সমস্ত কমেন্টের স্ক্রিনশন পোস্টে দিয়ে তথাগত প্রশ্ন ছুঁড়ে দেন, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী (তৎকালীন) তথা গায়ক বাবুল সুপ্রিয় এর আগে একাধিক বার সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন তিনি গোমাংস খেয়েছেন। তখন কোনো প্রশ্ন ওঠেনি কেন?

Niranjana Nag

সম্পর্কিত খবর